E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে দুর্নীতিমুক্ত ঘোষণা পেল ৮ ভূমি অফিস

২০১৫ ফেব্রুয়ারি ০৩ ১৪:০৬:১১
রায়পুরে দুর্নীতিমুক্ত ঘোষণা পেল ৮ ভূমি অফিস

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১টি ও ১০টি ইউনিয়নের ৭টি ভূমি অফিসসহ ৮ ভূমি অফিসকে হয়রানি ও শতভাগ দুর্নীতিমুক্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক একে এম টিপু সুলতান উপজেলা ভূমি অফিসে প্রাঙ্গনে ভূমি অবহিতকরন সভা মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুর্নীতিমুক্ত ঘোষণা দেন।
ভূমি ব্যবস্থাকে স্বচ্ছ জবাবদিহিতা, সেবামূলক ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে আয়োজিত এ অবহিতকরন সভা রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক একে এম টিপু সুলতান।
জেলা প্রশাসক বলেন, রায়পুর উপজেলার ৮টি ভূমি অফিসকে শতভাগ দুর্নীতিমুক্ত ঘোষণা করা হয়েছে। সরকারি ফি ছাড়া যাতে কেউ কোনো ধরনের অতিরিক্ত ফি না নিতে পারে সেই জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এসময় তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে করে বলেন, কোনো ভূমি অফিসে দালাল থাকতে পারবে না, কাজ ঘুরানো কিন্তু এক ধরনের দুর্নীতি, তা হতে দেওয়া যাবেনা। কোনো কর্মকর্তার অর্থ দেওয়া যাবে না নেওয়াও যাবেনা। ভূমি অফিসের কোনো কর্মকর্তার বিরুদ্ধে আজ থেকে দুর্নীতির অভিযোগ পেলে সাসপেন্ড, বদলি, তিরষ্কারসহ বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা করা হবে। এ জন্য জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজসহ সকল স্তরের সহযোগিতা প্রয়োজন। দেশ থেকে দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গঠনে সকলের আন্তরিকতা প্রয়োজন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- প্রমুখ। পৌর মেয়র এবিএম জিনালী, উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন, থানার ওসি একেএম মনজুরুল হক আখন্দ, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মাজেদা বেগম, শরিফুল ইসলাম, মিজানুর রহমান ভূইয়া, মাওলানা মনছুর আহম্মেদ, জহির আহম্মেদ ও সুধাসচন্দ্র রক্ষিত প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতি নেতাকর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার ৫শাতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
(এমআরএস/পিবি/ফেব্রুয়ারি ৩,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test