E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে পালিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মজয়ন্তী

২০১৪ মে ০৮ ১৮:২৩:১৩
দিনাজপুরে পালিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মজয়ন্তী

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মজয়ন্তী। জেলা শিল্পকলা একাডেমী ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ যৌথভাবে এসব কর্মসূচীর আয়োজন করেছে।

বৃহস্পতিবার সকালে দিনাজপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচী শুরু হয়। এরপর সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতা, ছবি আঁকা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্রনাথের সঙ্গীত চিন্তা নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় রয়েছে প্রদীপ প্রজ্জলন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশ ও রবীন্দ্রনাথ শীর্ষক আলোচনাসভা। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে দিনব্যাপী রবীন্দ্রমেলার। সকালে প্রভাতী অনুষ্ঠানের প্রাক্কালে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মো. আসফ-উদ-দৌলা ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুরের সাধারণ সম্পাদক নুরুল মতিন সৈকত। অনুষ্ঠানে সাস্কৃতিকপ্রেমী বিপুল দর্শকের সমাগম ঘটে।
(এটি/এএস/মে ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test