E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় অপহরন চক্রের ৩ সদস্যকে  গ্রেফতার

২০১৫ ফেব্রুয়ারি ০৩ ১৬:৫৯:২৬
বগুড়ায় অপহরন চক্রের ৩ সদস্যকে  গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ডিবি পুলিশ অপহরন চক্রের তিন সদস্যকে মুক্তিপনের টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত ১১টায় শহরের খোকন পার্ক হতে অপহরন চক্রের তিন সদস্যকে মুক্তিপনের ৩২ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে। তারা দীর্ঘদিন যাবত সুন্দরী মেয়েদের ব্যবহার করে বিভিন্ন ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে ডেকে এনে অপহরন করত এবং মোটা অংকের টাকার মুক্তিপনের বিনিময়ে ছেড়ে দিত।

বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান জানান, সোমবার বিকেলে ইউছুফ নামের এক সরকারী কর্মকর্তাকে প্রেমের প্রতারনার ফাঁদে ফেলে বগুড়ায় ডেকে আনে অপহরনকারীরা। এরপর মফিজ পাগলার মোড়ে একটি বাড়ীতে নিয়ে গিয়ে আটকে রেখে তার কাছ থেকে ১ লাখ টাকা দাবী করে। সে তার আত্নীয়ের মাধ্যমে ৩২ হাজার টাকা বিকাশ করে। অপহরনকারীরা তার কাছ থেকে আরো ৫০ হাজার টাকা দাবী করলে ভিকটিমের আত্নীয়রা কৌশলে ডিবি পুলিশকে জানায়। পুলিশ কৌশলে টাকা নেওয়ার সময় অপহরনকারীদের হাতেনাতে খোকন পার্ক থেকে গ্রেফতার করে এবং ভিকটিমকে উদ্ধার করে। এঘটনায় আটককৃতরা হলো শহরের কালীতলার চন্ডিদাস পোদ্দার এর পুত্র রঞ্জিত পোদ্দার (৩০), সুত্রাপুর এলকার মাবুদ সওদাগর এর পুত্র মওদুদ ওরফে সন্তু সওদাগর (৩০), গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার চাঁদপাড়া গ্রামের শাহাদতের পুত্র হাসানুজ্জামান। এছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে শহরের খান্দার এলাকার শাকিল নামের এক অপহরনকারী। অপহৃত ইউছুফ বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছে।
বগুড়া ডিবি পুলিশের ওসি আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় ৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে মামলা করেছে উদ্ধার হওয়া ইউছুফ।
(এএসবি/পিবি/ফেব্রুয়ারি ৩,২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test