E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে দুই পেট্রোল পাম্পকে জরিমানা, একটি সিলগালা

২০১৫ ফেব্রুয়ারি ০৩ ২২:০৫:১০
চট্টগ্রামে দুই পেট্রোল পাম্পকে জরিমানা, একটি সিলগালা

চট্টগ্রাম প্রতিনিধি : অবরোধ-হরতালে পেট্রোল বোমা ছুড়ে নাশকতা প্রতিরোধে চট্টগ্রামে দুটি পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়াসহ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর বিমান বন্দর সড়কে সৈকত ফিলিং স্টেশনের মালিক আবুল কাশেম ও হাটহাজারী উপজেলার ফতেয়াবাদে হাজী মো. ইসমাইল ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মোজাম্মেল হক রনি।

চট্টগ্রামে অনুমোদনহীন পেট্রোল পাম্পগুলোতে অভিযানের শুরুর দিন আজ মঙ্গলবার নগরীরতে এ দুই পেট্রোল ফিলিং স্টেশনে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

হাটহাজারী উপজেলায় অভিযানে নেতৃত্বদানকারী চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ ইমতিয়াজ জানান, হাজী মো. ইসমাইল ফিলিং স্টেশনটির নিবন্ধনের মেয়াদ ছিল ২০০১ সাল পর্যন্ত। মেয়াদ শেষ হওয়ার পর তাঁরা আর নিবন্ধনটি নবায়ন না করায় ২০০৮ সালে তা বাতিল করা হয়। পাম্পটি সিলগালা করে দেওয়ার পাশাপাশি ব্যবস্থাপক মোজাম্মেল হক রনিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।

নগরীতে অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, বিমানবন্দর সড়কের সৈকত ফিলিং স্টেশনটি নিবন্ধন মেয়াদ ছিল ২০০৫ সাল পর্যন্ত। নিবন্ধন নবায়ন না করে পাম্প পরিচালনার অভিযোগে মালিক আবুল কাশেমকে দুই মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

বোতলজাত করে খুচরা পেট্রোল ও অকটেন বিক্রি এবং অবৈধভাবে পাম্প পরিচালনার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

সাম্প্রতিক সময়ে পেট্রোল বোমা ছুড়ে নাশকতা বন্ধে করণীয় ঠিক করতে সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে বিভিন্ন মালিকদের সাথে সভা করে পেট্রোল পাম্পগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনার নির্দেশ দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

(ওএস/এটিআর/জানুয়ারি ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test