E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে ৫ দিনেও উদ্ধার হয়নি অপহৃত রিমি

২০১৫ ফেব্রুয়ারি ০৪ ১৪:২১:৪৪
রায়পুরে ৫ দিনেও উদ্ধার হয়নি অপহৃত রিমি

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে রিমি সরকার (১৯) নামে এক সংখ্যালঘু গৃহবধুকে অপহরণের ৫দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এঘটনায় অপহৃত গৃহবধুর স্বামী দিপ্ত কুরী বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে সোমবার (২ ফেব্রুয়ারি) থানায় মামলা দায়ের করেছেন।  রিমি উদ্ধার না হওয়ায় উদ্বিগ্ন ও উৎকন্ঠায় রয়েছে তার পরিবার। গত শুক্রবার (৩০ জানুয়ারি) পৌর শহরের পীর ফজলুলল্লা সড়কের সিটি ব্যাকের পূর্বপাশের চলাচলের রাস্তার উপর থেকে অপহৃত হন তিনি।

মামলার জানাযায়, গত বছরের ১৬ ডিসেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলার লামচরি গ্রামের তপন সরকারের মেয়ে রিমির সাথে রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামের দিলিপ কুরীর ছেলে দিপ্তর (২২) বিয়ে হয়। বিয়ের অনুমানিক একমাস পুর্বে লক্ষ্মীপুর সদর উপজেলার লামচরী গ্রামের মৃত দুলালের ছেলে জুয়েল কয়েক সহযোগী নিয়ে অস্ত্রের মুখে অপহরণ করে রিমিকে। ওই ঘটনায় থানায় মামলা হলে পুলিশ জেলা সখ্যালঘু নেতৃবৃন্দ ও স্বর্ণ শিল্প সমিতির সাধারণ সম্পাদক মানিক সাহা, গৌতম মজুমদারসহ রিমি আত্মীয় স্বজনরা ঢাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হন।
এঘটনার পর বিয়ে হয়ে গেলে সুখেই স্বামীর সাথে সংসার করছিলেন রিমি। শুক্রবার সন্ধ্যা অনুমানিক ৬টার দিকে সে পিতার বাড়ী থেকে স্বামীর বাড়ী আসতেই অজ্ঞাত সন্ত্রাসীরা একটি মাইক্রোতে করে গৃহবধু রিমিকে জোর করে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
রায়পুর থানার উপ-পরিদর্শক সিরাজ মিয়া জানান, অপহৃত গৃহবধু রিমিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
(পিআর/পিবি/ফেব্রুয়ারি ৪,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test