E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙ্গে কৃষকের সর্বনাশ

২০১৫ ফেব্রুয়ারি ০৪ ১৪:৩৯:১৪
গৌরীপুরে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙ্গে কৃষকের সর্বনাশ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙ্গে বিনষ্ট হচ্ছে কৃষকের ফসল। এলোমেলো তারে ব্যাহত হচ্ছে ফসলের যত্ন। যেকোন সময় দূর্ঘটনার রয়েছে আশংকা। একের পর এক খুঁটি ভেঙ্গে পড়ায় বাড়চ্ছে আতঙ্ক। নড়বড়ে খুঁটি ভেঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন ক্ষতিগ্রস্থ হওয়ার শংকা বিরাজ করছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ সূত্রে জানা যায়, নেত্রকোণা গ্রীড থেকে ৩৩ কেভি ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইনটি গৌরীপুর পর্যন্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ছিল। এ লাইনের মাধ্যমে গৌরীপুর, ধোবাউড়া, ফুলপুর ও হালুয়াঘাট উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ হতো। নেত্রকোণা থেকে বিদ্যুৎ সবররাহ বর্তমানে বন্ধ থাকায় লাইনটি ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর নিকট হস্তান্তর করা হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ বিভাগের অবহেলা, তদারকির অভাবে একের পর এক খুঁটি ভেঙ্গে পড়চ্ছে। গাভীশিমুল গ্রামের কৃষক রুকনুজ্জামান পল্লব, আবুল হাসিম, আলী আজগর বাবু, আব্দুল মোতালেব জানান, বিদ্যুৎ খুঁটির কারণে তাদের জমিতে ফসল ফলাতে সমস্যার সৃষ্টি হচ্ছে। রোপিত বোরো ধানের যত্ন নিতেও পারছে না। ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ বাবুল মিয়া জানান, বিদ্যুতের অচল খুঁটির কারণে গাভীশিমুল, দৌলতপুর, পালপাড়া ও মাছুয়াকান্দার দেড় শতাধিক কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছেন। রুকনুজ্জামান পল্লব জানান, যেকোন মুর্হুতে বড় ধরনের দূর্ঘটনারও আশংকা রয়েছে। উপজেলা হাসপাতাল কোয়ার্টারের পাশে থাকা বিদ্যুৎতিক খুঁটি হেলে পড়েছে, তাই কোর্টায়ারে বসবাসকারী কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জেনারেল ম্যানেজার মোঃ রেজাউল করিম জানান, লাইন মেরামতের জন্য ঠিকাদার প্রেরণ করা হয়েছিল। এলাকাবাসীর বাঁধার কারণে কাজ করতে পারেনি। ক্ষতিগ্রস্থ গ্রামবাসী জানান, তাদের এক জমিতে ৩টি লাইনের খুঁটি আছে। তবু তাদের ভাগ্যে নেই বিদ্যুৎ।
(এসআইএম/পিবি/ফেব্রুয়ারি ৪,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test