E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

শিবচরে পদ্মা সেতুর জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ

২০১৫ ফেব্রুয়ারি ০৪ ১৬:২৪:৩৩
শিবচরে পদ্মা সেতুর জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর নদীশাসন বাঁধের জমি অধিগ্রহণে ক্ষতিপূরণবঞ্চিত কয়েকশ পরিবারের সদস্যরা বুধবার দুপুরে কাওড়াকান্দি ফেরিঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও ঢাকা-খুলনা মহাসড়কে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন।

ক্ষতিপূরণ দাবি কমিটির সদস্য সচিব হারুন বয়াতী বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়ে ব্যানার ছিনিয়ে নিয়েছে।’
এসময় বিক্ষোভকারীরা ১৫ ফেব্রুয়ারি সকাল-সন্ধ্যা মহাসড়ক অবরোধ করে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ারও ঘোষণা দেয়।
মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই উত্তম কুমার জানান, শিবচরের কাওড়াকান্দি ও বাখরেরকান্দি এলাকায় পদ্মা সেতুতে ক্ষতিপূরণবঞ্চিত পরিবারের সদস্যরা মহাসড়কে অবস্থান নেন। এ কর্মসূচির মাধ্যমে মহাসড়ক অবরোধ করতে চাইলে পুলিশ ব্যানার ছিনিয়ে নেয়।
উল্লেখ্য, পদ্মা সেতুর নদীশাসন বাঁধের জন্য জমি অধিগ্রহণে শিবচর উপজেলার দক্ষিণ চরজানাজাত ও বাখরেরকান্দি মৌজার প্রায় এক হাজার পরিবার ন্যায্য ক্ষতিপূরণবঞ্চিত হয়েছে।
(এএ/পিবি/ফেব্রুয়ারি ৪,২০১৫)





পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test