E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লায় অস্ত্র ও পেট্রোল বোমাসহ ৪ শিবির নেতা-কর্মী গ্রেফতার

২০১৫ ফেব্রুয়ারি ০৪ ১৬:৩৫:৩০
কুমিল্লায় অস্ত্র ও পেট্রোল বোমাসহ ৪ শিবির নেতা-কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কৃষ্ণপুর নামক স্থানে বুধবার ভোরে (রাত- ৩.৩০) পেট্রোল বোমা নিক্ষেপের সময় অস্ত্র ও পেট্রোল বোমাসহ ৪ শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আটককৃতদের কাছ থেকে ২টি রিভলবার, ২ রাউন্ড গুলি এবং ৬টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

সূত্র জানায়, মঙ্গলবার রাত থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কৃষ্ণপুর নামাক স্থানে মহাসড়কের নব-নির্মিত ফোরলেইন রাস্তায় কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম এর নেতৃত্বে এসআই মো. শাহ কামাল আকন্দ, এসআই মো. সহিদুল ইসলাম এবং এসআই মো. আদিল মাহমুদ ও এসআই মো. আবু নাছের’দের ২টি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতের যাত্রীবাহী বাস এবং পন্যবাহী ট্রাক এর স্কট ডিউটি করছিলেন। ডিউটি অবস্থায় বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কৃষ্ণপুর নামাক স্থানে মহাসড়কের নব-নির্মিত ফোরলেইন রাস্তার পশ্চিম দিক থেকে ডিবি পুলিশের গাড়ী লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে একদল নাশকতাকারী। কিন্তু বোমাটি লক্ষ্যভ্রষ্ট হলে পুলিশ তাৎক্ষনিক গাড়ি থামিয়ে রাস্তায় নামলে ১০-১৫জনের নাশকতাকারীর একটি দল পুলিশকে লক্ষ্য করে এলোপাথারী গুলি করিতে থাকে।

আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা শর্টগানের গুলি বর্ষণ করে। এসময় পুলিশ ১৭ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে। এতে ৪ নাশকতাকারী আহত হয়। আহত অবস্থায় পুলিশ তাদের আটক করে কিন্তু এসময় আরো ৭-৮জন নাশকতাকারী পালিয়ে যায়।

আটককৃত আসামীরা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল (ইসলাম মুহুরির বাড়ি) গ্রামের মো. ইছহাক মিয়ার ছেলে মো. বোরহান উদ্দিন(২৫), চৌদ্দগ্রাম উপজেলার মাদারপুষ্কুরনী (আব্দুল জব্বারের বাড়ি) গ্রামের মো. আ. বারীর ছেলে মো. আ. আলী(২২), চৌদ্দগ্রাম উপজেলার নালঘর(মজুমদার বাড়ি) গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে মো. আবু ইউছুফ(২৫) এবং মৌলভীবাজার জেলার পশ্চিমঘোড়াবই গ্রামের মো. আবুল কালামের ছেলে মো. আবু ছুফিয়ান(২০)। মো. আবু ছুফিয়ান বর্তমানে সদর দক্ষিণ উপজেলার জাম্বুরা গ্রামের নানা আলী আকবরের বাড়ীতে থাকে। গ্রেফতারকৃতরা সকলেই শিবিরের নেতাকর্মী বলে স্বীকারোক্তি দিয়েছে বলে জানায় পুলিশ। গ্রেফকৃতদের কাছ থেকে ২টি রিভলবার, ২ রাউন্ড গুলি এবং ৬টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই মো. আদিল মাহমুদ, এসআই মো. শাহ কামাল আকন্দ, এসআই মো. সহিদুল ইসলাম, এএসআই মো. নজরুল ইসলাম, কনষ্টেবল শ্যামল চক্রবর্তী, কনষ্টেবল বাহারুল ইসলাম। পুলিশের সাথে নাশকতাকারীদের পাল্টাপাল্টি গুলিবর্ষণে ৬জন পুলিশ সদস্য আহত হন। আহদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আটককৃত আহত শিবিরকর্মীদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিন মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

(এইচকেজে/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test