E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় স্কুলশিক্ষক হত্যার ২ আসামি গ্রেফতার

২০১৫ ফেব্রুয়ারি ০৫ ১৫:২৮:৩২
কুষ্টিয়ায় স্কুলশিক্ষক হত্যার ২ আসামি গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সি রবিউল ইসলাম (৪৫) হত্যার মূলহোতা তারই ভাতিজা সোহাগ ও তার সহযোগী ইমনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পে সাংবাদিকদের ব্রিফিংকালে কমান্ডার মেজর আলী হায়দার জানান, আলোচিত এই হত্যার পর ১২ দিন ধরে বিভিন্নভাবে অনুসন্ধান ও মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে এ হত্যার মূল পরিকল্পনাকারীদের গ্রেফতরা করে র‌্যাব।

বৃহস্পতিবার কুমারখালী বাসস্ট্যান্ড থেকে প্রথমে রাজবাড়ী জেলার কালুখালী থানার তফাদিয়া গ্রামের আলোক দেওয়ানের ছেলে ইমন দেওয়ান (১৮) কে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। পরে তার স্বীকারোক্তিতে হত্যার মূলহোতা নিহতের ভাতিজা কুমারখালীর দয়ারামপুর গ্রামের মুন্সি রেজাউল করিমের ছেলে মুন্সি সোহাগ (৩০)কে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সোহাগ র‌্যাবের কাছে হত্যার কথা স্বীকার করে জানিয়েছেন, তার নিঃসন্তান চাচা মুন্সি রশিদুলের ইটভাটাসহ সম্পত্তি ভোগ দখলের জন্য পরিকল্পিতভাবে কয়েকজনের সহযোগিতায় গুলি করে তাকে হত্যা করেছে সে।
এ সময় র‌্যাব ক্যাম্পে নিহতের স্ত্রী শামীমা আক্তার লিটা ও জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান রূনা পারভীন উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ গত ২৪ জানুয়ারি রাত দেড়টার সময় কুমারখালীর দয়ারামপুর গ্রামে নিজ বাড়িতে ঢোকার সময় বাড়ির সামনেই পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা পরপর দুটি গুলি করে মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সি রবিউলকে হত্যা করে। এর আগে গত বছরের ৮ ডিসেম্বর মুন্সি রবিউলের চাচাত ভাই তৎকালীন ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মুন্সি রশীদুল ইসলামকেও দুর্বৃত্তরা মহেন্দ্রপুর বাজারে গুলি করে হত্যা করে।
(কেকে/পিবি/ফেব্রুয়ারি ৫,২০১৫)


পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test