E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহর বালিকা বিদ্যালয়ে শিক্ষককে পুনর্বহাল নিয়ে উত্তেজনা

২০১৫ ফেব্রুয়ারি ০৫ ১৫:৫২:৩২
চাটমোহর বালিকা বিদ্যালয়ে শিক্ষককে পুনর্বহাল নিয়ে উত্তেজনা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত কম্পিউটার শিক্ষক আশরাফুল ইসলাম নিশানকে পুনর্বহালকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পক্ষে-বিপক্ষে চলছে সভা-সমাবেশ, বিক্ষোভ, সংবাদ সম্মেলন। বুধবার বিকেলে বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুল চত্বরে সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো বলেছেন, কোন ম্যানেজিং কমিটির ক্ষমতা নেই ডিজি’র নির্দেশ অমান্য করে। আমি আশা করি এই নিয়ে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা করবেন না। চাটমোহরের রাস্তায় এই দাবি আদায় হবে কী ? তারা যথাযথ কর্তৃপক্ষের নিকট যেতে পারেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বরখাস্তকৃত শিক্ষক আশরাফুল ইসলামকে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রধান শিক্ষককে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, স্কুলের কোন কাগজপত্রে বা নথিতে শিক্ষক আশরাফুল ইসলাম নিশানের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। পূর্বের কমিটি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করা হয়েছে। এবারও পুনর্বহাল বিষয়ে পত্র এসেছে। আমরা শিক্ষা অধিদপ্তর রাজশাহীর ডিডি’র সাথে দেখা করেছি। তিনি আমাদের বলেছেন, এই নির্দেশনার ব্যতয় ঘটানো হলে বিদ্যালয়ের এমপিও বাতিল হতে পারে। আমরা সরকারের হুকুম মানতে বাধ্য। সে কারণে আমরা বাধ্য হলাম নিশানকে পুনর্বহাল করতে। আমরা ব্যক্তি নয়, প্রতিষ্ঠানকে বাঁচাতে চাই।
অপরদিকে নিশানের পুনর্বহালের প্রতিবাদে সচেতন ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। নিশানকে পুনর্বহালের প্রতিবাদে স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য কে এম বেলাল হোসেন স্বপন পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় মির্জা মার্কেট চত্বরে স্কুলের সার্বিক পরিস্থিতি নিয়ে পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলালের আহবানে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রসঙ্গতঃ স্কুলের কম্পিউটার শিক্ষক আশরাফুল ইসলাম নিশানের বিরুদ্ধে ২০১০ সালে শতাধিক ছাত্রী যৌন হয়রানীর অভিযোগ আনেন। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ শাহ ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠণ করেন। তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষক আশরাফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে বরখাস্তকৃত শিক্ষক আদালতে মামলা দায়েরসহ বিভিন্ন স্থানে আবেদন নিবেদন করেন। শিক্ষা অধিদপ্তরের ডিজি এবং পরবর্তীতে ডিডি শিক্ষক নিশানকে পুনর্বহালের নির্দেশ দেন। সে নির্দেশ অমান্য করা হলে দু’দফা ম্যানেজিং কমিটি বাতিল করা হয়। বর্তমান কমিটিকে আবারো পুনর্বহালের নির্দেশ দেন। এই নির্দেশ অনুযায়ী নিশানকে কমিটি পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবাদে বিক্ষোভ, সভা, সমাবেশ করছে এলাকাবাসী।
(এসএইচ/পিবি/ফেব্রুয়ারি ৫,২০১৫)




পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test