E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বামনার কলেজ ছাত্র জুয়েল হত্যার প্রধান আসামী গ্রেফতার

২০১৫ ফেব্রুয়ারি ০৫ ১৭:০৫:২৬
বামনার কলেজ ছাত্র জুয়েল হত্যার প্রধান আসামী গ্রেফতার

বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনা উপজেলার আলোচিত কলেজ ছাত্র জুয়েল হত্যা মামলার প্রধান আসামী আনসার জমাদ্দারকে(৩৫) তালতলী উপজেলা নিদ্রারচর গ্রামের ইউনুস মাঝির বাড়ি থেকে গত বুধবার দিবাগত রাতে  গ্রেফতার করেছে তালতলী থানাপুলিশ।

মামলার দায়িত্ব প্রাপ্ত বরগুনার সিআইডি’র এস আই মো. শহীদুল ইসলাম ও ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহজালাল মৃধার নেতৃত্বে বরগুনার সিআইডি’র এএসআই মো. হেলাল হোসেন ও তালতলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তালতলী উপজেলা নিদ্রারচর গ্রামের ইউনুস মাঝীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানাগেছে, একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে গত বছরের ৯ অক্টোবর রাত ৮ টায় বামনার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছাত্র মো. জুয়েল(১৮)কে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যা করে। জুয়েল বামনা উপজেলার উত্তর গুদিঘাটা গ্রামের দিনমজুর ভ্যান চালক মোস্তফা জমাদ্দারের একমাত্র ছেলে।
মামলার বাদী নিহতের বাবা মোস্তফা জমাদ্দার জানান, ঘটনার দিন বিকেলে জুয়েল একই এলাকায় নদীর তীরে ঘুরতে গেলে প্রতিবেশী নেছার জমাদ্দারের ছেলে রুস্তুম তার মোবাইল ফোনটি জোর করে নিয়ে যায়। পরে জুয়েল তার দুই বন্ধু নিয়ে মোবাইল ফোনটি উদ্ধার করতে গেলে রুস্তুমের সহযোগী রুবেলের সঙ্গে কথার কাটাকাটি হয়। খবর পেয়ে রুবেলের চাচা আনসার জমাদ্দার এসে জুয়েলসহ তার দুই বন্ধু খোকন ও রেজাউলকে একটি ঘরে আটকে রেখে বেধড়ক পেটায়। পুলিশে খবর দিলে থানার উপ পরিদর্শক সিদ্দিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় জুয়েলসহ তার দুই বন্ধু খোকন ও রেজাউলকে উদ্ধার করে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে জুয়েলের অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করার পরে সেখানেই জুয়েলের মৃত্যু হয়। এঘটনায় বামনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এব্যাপারে বরগুনার সিআইডি’র এস আই মো. শহীদুল ইসলাম আলোকিত বাংলাদেশকে জানান, গ্রেফতারকৃত জুয়েল হত্যার প্রধান আসামী আনসার জোমাদ্দারের বিরুদ্ধে এর পূর্বে একাধীক হত্যা মমলা রয়েছে। তাকে গতবুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তালতলীর নিদ্রাচর গ্রামের একটি বাড়ি থেকে গ্রেফতার করে বরগুনা কোর্টে পাঠানো হচ্ছে। আসামীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার জন্য কোর্টে আবেদন করা হয়েছে।
(এমএইচ/পিবি/ফেব্রুয়ারি ৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test