E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৭ খুন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা : হান্নান শাহ্

২০১৪ মে ০৮ ২২:০০:১৪
৭ খুন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা : হান্নান শাহ্

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে ঘটে যাওয়া ৭ হত্যাকান্ডের ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বিস্ময় প্রকাশ করে বলেছেন,এটা কি করে সম্ভব সারা দেশের আইন শৃঙ্খলা ও জনগণের জানমালের কোন নিরাপত্তা নাই। এটাই এ সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। তিনি বলেন,সরকারের একটি সংস্থা ব্যবসায়ীদের ধরে নিয়ে বিভিন্ন উপায়ে টাকা পয়সা আদায় করছে, যা সেভেন মার্ডারের শিকার নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ সময় হত্যাকান্ডের সাথে জড়িত সেনা কর্মকর্তাসহ খুনের সাথে জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবি জানান তিনি। সেই সাথে তিনি চন্দন সরকারের পরিবারের সদস্যদের যে কোন সহযোগীতার জন্য তিনি আশ্বাস দেন।

নারায়ণগঞ্জসহ সারা দেশে আলোচিত ৭ হত্যাকান্ডের শিকার এডভোকেট চন্দন সরকারের পরিবারের সদস্যদের সাথে সমবেদনা জানাতে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বৃষ্টিধারা এলাকায় চন্দন সরকারের বাসায় গিয়ে তিনি এসব কথা বলেন।এ সময় তার সাথে ছিলেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপি’র ছাত্র বিষয় সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক মন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আব্দুল হাই, সাবেক এমপি লায়ন হারুন অর রশীদ, সাবেক এমপি শিরিন সুলতানা,নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ টি এম কামাল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, উজ্জল হোসেন, আলী হোসেন প্রধান ।

এ সময় হান্নান শাহ আরও বলেন, জনগনকে বোকা বানানোর জন্য ৩ জনকে সেনাবাহিনীর লকএরিয়াতে রাখা হয়েছে তাদের নাকি বিচার করা হবে। আমি যত টুকু আইন জানি একবার অবসরে পাঠাবেন আবার লক এরিয়াতে এনে বিচারে সম্মূখীন করবেন এটাতো হতে পারে না।যেহেতু ৭ হত্যার সাথে সরকারের লোক প্রত্যক্ষভাবে জড়িত তাই সরকার এটাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন। গত ১ মে প্রধানমন্ত্রী গাজীপুরের জনসভায় নারায়ণগঞ্জের ৭ হত্যাকান্ডে বিরোধী দলকে দায়ী করছেন। তার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে হান্নান শাহ বলেন, যারা প্রকৃত হত্যাকারী তাদের বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় জনগন বাধ্য হবে রাজপথে নেমে জনগনের আদালতে তাদের বিচার করতে।

আগামী ১৪ মে নারায়ণগঞ্জে বিএনপি’র সভা সম্পর্কে তিনি বলেন, সিটি করপোরেশন একটি নির্দলীয় প্রতিষ্ঠান। মেয়র সাহেবা যাকে আমরা শ্রদ্ধা করি আমরা আশা করি, ওনার বোধদয় হবেন এবং তিনি অনুমতি দিবেন। বিএনপি’র যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান বলেছেন, আমরা আমাদের নিজেদের জীবন নিয়ে চিন্তিত। ইলিয়াস আলী গুম হলো, কিন্তু এতদিনেও এর কোন সুরাহা হলোনা। আমাদের সবাইকে চলে যেতে হবে এটা আমরা জানি। কিন্তু সেই মৃত্যু যেন স্বাভাবিক মৃত্যু হয়। সরকারের নিকট স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চান তিনি।পরে বিএনপি’র প্রতিনিধি দল নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের বাসায় গিয়ে পরিবারের সদসদের প্রতি সমবেদনা জানান।

এদিকে দুপুর সাড়ে ১২টায় বিএনপির প্রতিনিধি দল নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ট্রাকস্ট্যান্ড সংলগ্ন আলাউদ্দিন খান স্টেডিয়াম ঘুরে দেখেন খালেদা জিয়ার জনসভা করার জন্য। স্টেডিয়াম পরিদর্শন শেষে হান্নান শাহ সন্তোষ প্রকাশ করে বলেন,আমরা স্টেডিয়ামটির জন্য অনুমতি চেয়ে সিটি করপোরেশনের কাছে আবারও আবেদন জানাবো।

(এএইচপি/পি/মে ০৮,২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test