E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে দুই বাসের সংঘর্ষ, নিহত ১০

২০১৪ মে ০৯ ০৭:৫৪:৫২
রাজবাড়ীতে দুই বাসের সংঘর্ষ, নিহত ১০

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মহিলা ও শিশুসহ দশ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বসন্তপুরে শুক্রবার ভোররাত পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ীর গোয়ালন্দ মোড় হাইওয়ে পুলিশফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন খান এ-তথ্য নিশ্চিত করেন।

ঢাকা থেকে বরিশাল অভিমুখী গ্লোবাল পরিবহনের (পাবনা ব-১১-০০১২) একটি বাসের সঙ্গে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-১৬০৫) একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে। এরা হচ্ছেন গ্লোবাল পরিবহনের সুপাভাইজার বাবু ফকির (৪০), হেল্পার মোহাম্মদ জুয়েল (৩৫) ও কাউন্টার মাস্টার পরেশ। বাবু ফকিরের বাড়ি ফরিদপুরের মুন্সিবাজার। বাকি দু’জনের বাড়ি বরিশালে বলে জানিয়েছেন গ্লোবাল পরিবহনের অন্য একটি বাসের হেল্পার আলমাস খান।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধারকাজ চালাচ্ছেন।

(ওএস/এইচআর/মে ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test