E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে ইঁদুর মেরে প্রদর্শনী

২০১৫ ফেব্রুয়ারি ০৬ ১৭:১৬:০৮
চাটমোহরে ইঁদুর মেরে প্রদর্শনী

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ‘ইঁদুরের অপচয়-তারে আর ক্ষমা নয়’ ইঁদুর নিধন অভিযানের শ্লোগান বাস্তবে রুপ দিয়েছেন চাটমোহর রেল বাজারের ব্যবসায়ী ও শ্রমিক। ব্যবসায়ী আইয়ূব আলী মেরেছেন ৩০ এবং শ্রমিক ইন্না আলী ৪৬ টি। সেগুলো জনসচেতনতার জন্য প্রদর্শনী করে ইঁদুর মারার কৌশল শিখিয়েছেন।

বৃহস্পতিবার উপজেলার রেলবাজারের ব্যবসায়ী আইয়ূব আলী খান জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত সেই ইঁদুর নিধন করে রশিতে বেঁধে প্রদর্শনী করেছেন। তিনি একে একে মোট ৩০টি বড় সোলই ইঁদুর মেরে জনসম্মুখে মালা বানিয়ে বেঁধে ইঁদুর মারায় উৎসাহিত করছেন সাধারন মানুষকে।

রেলস্টেশনের দক্ষিন পাশে আইয়ুব খানের চাউলের দোকানের সামনে প্রদর্শন করে রাখতে দেখে এলাকার উৎসুক জনতা এক নজর দেখার জন্য ভীড় জমায় সেখানে। আইয়ুব আলী খান জানান, অনেকদিন ধরে এই ইঁদুর গুলোর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। বিষ প্রয়োগেও কোন কাজ হয় না। অবশেষে এক কৌশল অবলম্বন করে এই ইঁদুর গুলো মারলাম। আশা করছি এই অভিযানে ঘরে থাকা সব ইঁদুরই মেরে শেষ করতে পারবো।

অপর দিকে বৃহস্পতিবার রাত জেগে রেল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাগজ্ব আব্দুল কুদ্দুস সরকারের গমের গোডাউনে ফাঁদ পেতে ৪৬টি ইঁদুর মেরেছেন গোডাউনের শ্রমিক ইন্না আলী।

(এসএইচএম/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০১৫)


পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test