E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সন্ত্রাসের বিরুদ্ধে কলাপাড়ায় রাজপথে নামল ডাক্তাররা

২০১৫ ফেব্রুয়ারি ০৭ ১৬:৩০:৩৩
সন্ত্রাসের বিরুদ্ধে কলাপাড়ায় রাজপথে নামল ডাক্তাররা

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : এবার পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে নামল ডাক্তাররা। সারাদেশে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা ও সন্ত্রাসের বিরুদ্ধে শনিবার সকালে পটুয়াখালী-কুয়াকাটা সড়কের হাসপাতাল সংলগ্ন সড়কে মানববন্ধন করে কলাপাড়া হাসপাতালের ডাক্তার , কর্মচারী ও ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা। ‘আমরা বাঁচতে চাই সুন্দর পরিবেশে, সুস্থ্য দেহে’ এ শ্লোগান নিয়ে মানববন্ধন কর্মসূচীতে যোগ দেয় বিভিন্ন পেশার শতশত মানুষ।

মানববন্ধনে অংশ নেয়া রিকশা চালক ইয়াকুব বলেন’ টিভির সামনে এখন আর বইতে পারি না। খবর দেখলেই শুধু পোড়া মাইনষের ছবি। ছোট ছোট পোলা-মাইয়া পুইড়্যা মরতে আছে। এইরহম আর কতদিন চলবে। মোগো কতা তো কেউ হোনবে না। তাই স্যারেগো লগে এইহানে দাড়াইয়া প্রতিবাদ করতাছি’। তারমতো বিভিন্ন পেশার মানুষ মানববন্ধনে অংশ নিয়ে পেট্রোল বোমা মেরে নৃশংশ হত্যার প্রতিবাদ জানায়। ঘন্টাব্যাপী মানববন্ধনে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আঃ রহিমসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় তারা সন্ত্রাস বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
(এমঅার/পিবি/ফেব্রুয়ারি ৭,২০১৫)















পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test