E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বামনায় পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী গ্রেফতার

২০১৫ ফেব্রুয়ারি ০৭ ১৬:৪০:৩১
বামনায় পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী গ্রেফতার

বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনায় পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী  বামনা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো.পনু খানকে(৪০) পুলিশ গ্রেফতার করেছে।

শুক্রবার দিবাগত রাতে বামনা থানার অফিসার ইনচার্জ মো.ওমর ফারুখের নেতৃত্বে পাশ্ববর্তী মঠবাড়িয়া থানা পুলিশের সহযোগিতায় মঠবাড়িয়ার দেবত্র গ্রামের একটি পরিত্যাক্ত ঘর থেকে গ্রেফতার করে। নারী ও শিশু নির্যাতনসহ একটি সন্ত্রাসী হামলার ঘটনায় বামনা থানায় দায়েরকৃত মামলায় সে পলাতক ছিল।
গ্রেফতারকৃত ইউপি সদস্য পনু খান পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। পুলিশ জানায় তার বিরুদ্ধে বরগুনা ও বামনা থানায় অপহরণ,শিশু নির্যাতন,ছিনতাই মামলাসহ সাতটি মামলা ও কয়েকটি জিডি রয়েছে। সে বামনা উপজেলার পশ্চিম সফিপুর গ্রামের ইসমাইল খানের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে,ইউপি সদস্য পনু খান এলাকা চিহ্নিত সন্ত্রাসী। সে জয়নগর কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্য সহকারী দেলোয়ারা হাদীকে অপহরন,নারী ও শিশু নির্যাতন,মাদক ব্যবসা,চাঁদাবাজিসহ নানা দস্যুতার অভিযোগ রয়েছে।
বামনা থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুখ জানান, গ্রেফতারকৃত পনু খানের বিরুদ্ধে অপহরণ মামলা সহ বামনা থানায় তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। সে দীর্ঘদিন পলাতক ছিল। গ্রেফতারকৃত ইউপি সদস্য পনু খানকে গতকাল শনিবার বরগুনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
(এমসিএইচ/পিবি/ফেব্রুয়ারি ৭,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test