E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ার সঙ্গে ৬ জেলার বাস চলাচল স্বাভাবিক

২০১৫ ফেব্রুয়ারি ০৯ ১৩:৪৪:০৭
কুষ্টিয়ার সঙ্গে ৬ জেলার বাস চলাচল স্বাভাবিক

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার সঙ্গে আশপাশের ৬ জেলার বাস চলাচল স্বাভাবিক হয়েছে। ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতাল উপেক্ষা করেই বাস চালাচ্ছেন পরিবহন মালিকরা।

গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিক গ্রুপ ও সমিতির নেতারা। বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে বাস মালিক, শ্রমিক ও সাধারন যাত্রীদের মাঝে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের প্রথম দিকে নাশকতার ভয়ে কুষ্টিয়ার প্রায় সকল রুটে গণপরিবহন চলাচল বন্ধ রাখেন বাস মালিকরা। তবে টানা অবরোধে বাস চালক ও শ্রমিকরা বেকায়দায় পড়েন। গাড়ি বন্ধ থাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন কুষ্টিয়ার কয়েক হাজার শ্রমিক। তবে দেরিতে হলেও জেলার সকল রুটে যানবাহন চলাচল শুরু হয়েছে।
বাস মিনিবাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, গত সপ্তাহ খানেক ধরে কুষ্টিয়া-মেহেরপুর রুটের পাশাপাশি কুষ্টিয়া-প্রাগপুর রুটে বাস চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা রুটে বাস ছেড়েছে। তবে অবরোধের শুরু থেকেই কুষ্টিয়া-রাজবাড়ী রুটে নিয়মিত বাস চলাচল করছে। পাশাপাশি কুষ্টিয়া থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ জেলায় রূপসা ও গড়াই পরিবহন নিয়মিত চলাচল করছে।
আজ সোমবার সকালে মজমপুর গেটে ভেড়ামারা ও মেহেরপুর কাউন্টার গিয়ে দেখা গেছে, নিয়মিত বাস ছেড়ে যাচ্ছে। যাত্রীও ছিল প্রচুর।
যাত্রীরা জানান, বাস চলাচল না করায় তাদের সমস্যায় পড়তে হচ্ছিল। বাস চলাচল হওয়ায় তারা খুশি।
চৌড়হাস মোড় থেকে ছেড়ে যায় খুলনা ও যশোর রুটের বাস। প্রতিদিন সকাল থেকে নিয়মিত কুষ্টিয়া-খুলনা রুটে বাস ছেড়ে যাচ্ছে। এ রুটে প্রতিদিন অর্ধ শতাধিক বাস চলাচল করছে। তবে স্বাভাবিক সময়ে শতাধিক বাস চলাচল করে।
জাপানী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইমরুল হোসেন জানান, স্থানীয় দুটি রুটে তার বাস চলছে। সন্ধ্যার পর কিছুটা আতঙ্ক কাজ করছে। তবে কোন সমস্যা হচ্ছে না।
কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারন সম্পাদক পরিবহন মালিক হাসান আবুল ফজল সেলিম জানান, ধীরে ধীরে আশে পাশের জেলা গুলোতে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে। প্রায় সব রুটে বাস চলছে। যাত্রীও হচ্ছে ভাল। প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। আশা করছি অচিরেই যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, পরিবহন মালিকর কুষ্টিয়ার সকল রুটে বাস চালাবেন এমন সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে সকল রুটে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। কেউ যদি গাড়িতে নাশকতা করার চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
(কেকেএইচ/পিবি/ফেব্রুয়ারি ৯,২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test