E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহারে মাদ্রাসায় প্রিন্সিপালের অনিয়ম দুর্নীতি

২০১৫ ফেব্রুয়ারি ০৯ ১৭:১৪:৩৩
সাপাহারে মাদ্রাসায় প্রিন্সিপালের অনিয়ম দুর্নীতি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে একটি ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রিন্সিপাল এর বিরুদ্ধে প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে পক্ষপাতিত্ব, মাদ্রাসার সম্পত্তি আত্নসাতসহ বিভিন্ন অভিযোগে এলাকার অভিভাবকগণ তাদের সন্তানদের ওই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠনো বন্ধ করে দেয়ায় মাদ্রাসাটি প্রায় শিক্ষার্থী শুন্য হয়ে পড়েছে।

উপজেলার গোপালপুর হারুন অর রশিদ ফাজিল মাদ্রাসা এলাকার একাধীক অভিভাবক সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই মাদ্রাসায় আরবী সাহিত্য বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে এলাকাবাসীর মনোনীত প্রার্থীকে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও প্রিন্সিপাল সরাসরি সমর্থন না দেয়ায় এলাকাবাসীর সঙ্গে সভাপতি এবং প্রিন্সিপাল এর বিরোধ দেখা দেয়। যার প্রেক্ষিতে ১ জানুয়ারি অভিভাবকগন তাদের সন্তানদেরকে ওই প্রতিষ্ঠানে বই উৎসবের দিনে বই নেয়া থেকে বিরত রাখে। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে বই বিতরণ প্রক্রিয়া সম্মন্ন করা হয়। অপর দিকে এলাকাবাসী নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখতে আদালতে একটি মামলা দায়ের করেন। এছাড়া ওই মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা আব্দুল্লাহ এলাকার আব্দুল বাশেদ নামে এক ব্যক্তির কাছ থেকে মাদ্রাসা মাঠের ৬ শতাংশ জমি মাদ্রাসার নামে রেজিষ্ট্রী না করে নিজ নামে রেজিষ্ট্রী করে নেয়ার বিষয়টি সম্প্রতি এলাকাবাসী জানতে পেরে তা কয়েক দফায় মাদ্রাসায় ফেরত চেয়ে ব্যর্থ হলে তারা আবারো তাদের সন্তানদের মাদ্রাসায় আসা বন্ধ করে দেন। ফলে বর্তমানে মাদ্রাসায় গিয়ে প্রায় প্রতিটি ক্লাশে দু’একজন করে শিক্ষার্থীকে ক্লাশ করতে দেখা গেছে। এলাকাবাসীর দাবী মাদ্রাসায় শিক্ষক নিয়োগে লুকোচুরি বন্ধ ও মাদ্রাসা মাঠের ৬শতাংশ জমি মাদ্রাসায় ফেরত না দেয়া পর্যন্ত তারা তাদের ছেলে মেয়েদের ওই মাদ্রাসায় যাওয়া বন্ধ রাখবেন। এ বিষয়ে ওই মাদ্রাসার প্রিন্সিপালসহ একাধীক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদ্রাসা মাঠের ৬শতাংশ জমি সে সময়ে প্রিন্সিপাল ক্রয় না করলে জমিটি হাত ছাড়া হয়ে যেত। সকলের মতামতের ভিত্তিতে তিনি ওই সম্পতি ক্রয় করেছেন। মাদ্রাসার প্রয়োজনে যে কোন মহুর্তে তিনি উক্ত সম্পত্তি মাদ্রাসায় হস্তান্তর করবেন বরেও জানান তিনি। শিক্ষক নিয়োগের বিষয়ে তার কিংবা সভাপতির কোন পক্ষপাতিত্ব করার সুযোগ নেই বলে প্রিন্সিপাল দাবি করেন।
(বিএম/পিবি/ফেব্রুয়ারি ৯,২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test