E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে বালু ভর্তি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ, আটক ৩

২০১৫ ফেব্রুয়ারি ১১ ১৮:২৫:১৪
গৌরীপুরে বালু ভর্তি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ, আটক ৩

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভবানিপুর নামক রেলক্রসিংয়ের কাছে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে দুস্কৃতিকারীরা বালু ভর্তি একটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করলে আব্দুল আজিজ(৪০) নামে এক ট্রাক চালক দগ্ধ হয়েছে। ঘটনার পর রাতে পুলিশ অভিযান চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবদল নেতাসহ তিনজনকে পুলিশ আটক করে। আটককৃতরা হলেন উপজেলা যুবদল নেতা বোকাইনগর গ্রামের আলকাসের ছেলে সোহাগ (২৪), আবু সিদ্দিকের ছেলে শরীফ আহম্মদ (২১) ও তার সহোদর জিন্নাত (১৯)।

জানা যায়, দূর্গাপুর থেকে বালু নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৮২৪৯) সিলেট যাওয়ার পথে রাত সাড়ে এগারোটার দিকে গৌরীপুর সদর থেকে কিছু দূরে রামগোপালপুর ইউনিয়নের ভবানিপুর এলাকার বাহাদুরপুর রেলক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত পেট্রোলবোমা ছুঁড়ে মারে। সাথে সাথে ট্রাকটির সামনের অংশ পুড়ে যায় এবং ভিতরে থাকা চালক দগ্ধ হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে সেখান থেকে তাকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে যান। পরে ঈশ্বরগঞ্জ থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। জানা যায়, চালকের বাড়ি গৌরীপুর উপজেলার ৮ নং ওয়ার্ডের ছয়গন্ডা এলাকায়। তাঁর বাবার নাম মো. মোসলেম উদ্দন।

এ ঘটনার সাথে জড়িত সন্দেহে মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে পুলিশ অভিযান চালিয়ে গৌরীপুর উপজেলা যুবদল নেতা বোকাইনগর ইউনিয়নের মামুদ নগর গ্রামের আলকাস উদ্দিনের ছেলে সোহাগ মিয়াকে আটক করে। পুলিশ জানায়, আটকের সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে তারা শর্টগানের চার রাউন্ড গুলি ছুঁড়ে। এ সময় দুর্বৃত্তরা আত্মরক্ষার জন্য ককটেল নিক্ষেপ করলে গৌরীপুর থানার উপ-পরিদর্শক মাসুদ জামালী ও বাচ্চু মিয়া নামে এক কনস্টেবল গুরুতর আহত হয়। পরে পুলিশের ছোঁড়া গুলি সোহাগের বাম পায়ে বিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। তখন পুলিশ তাকে আটক করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বুধবার সকালে অপারেশন করে তার বাম পা থেকে গুলি বের করে কড়া পুলিশি প্রহরায় ৬ নং ওয়ার্ডে ভর্তি করানো হয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনার সাথে জড়িত সন্দেহে রাত সাড়ে তিনটার দিকে বোকাইনগর ইউনিয়নের মামুদনগর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ৫/৬ জনের একটি দুর্বৃত্ত দল দৌড়ে পালানোর চেষ্টা করে এবং পুলিশের উপর আক্রমণ করে। এ সময় গুলি ছুঁড়লে সোহাগ মিয়ার বাম পায়ে বিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। সেখান থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

(এসআইএম/এএস/ফেব্রুয়ারি ১১, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test