E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জে পথে পথে বিকল তিতাস, যাত্রীদের ভোগান্তি

২০১৪ মে ০৯ ১৫:১৫:০৪
কিশোরগঞ্জে পথে পথে বিকল তিতাস, যাত্রীদের ভোগান্তি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়ে। গত বৃহস্পতিবার সকাল সোয়া ৬ টায় তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন ভৈরব বাজার রেলওয়ে জংশনে ষ্টেশনে বিকল হওয়ায় প্রায় আধা ঘন্টা  দেরিতে ট্রেন ছেড়ে যায়। পরে সকাল ৭ টায় ইঞ্জিন বিকল হওয়ায় দৌলতকান্দি ষ্টেশনে অনির্ধারিত যাত্রা বিরতি করে বলে দৌলতকান্দি ষ্টেশন মাষ্টার মোস্তাফিজুর রহমান জানান।

ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেনটি আধাঘন্টা পরে ছেড়ে যায়। সকাল সোয়া ৭ টার দিকে মেথিকান্দা ষ্টেশনে ফের বিকল হয়ে পড়ে ট্রেনের ইঞ্জিন। এ ব্যাপারে ষ্টেশন মাষ্টার জানায়, ইঞ্জিন বিকল হওয়ায় তিতাস কমিউটার ট্রেনের যাত্রীদের ঢাকাগামী ডেমো ও নোয়াখালী এক্্রপ্রেস ট্রেনে উঠানো হয়। যাত্রীরা জানায়, যাত্রা পথে ট্রেনের ইঞ্জিন প্রায়ই বিকল হয়ে পড়ে। ফলে যাত্রীরা কষ্ট ভোগ করে থাকে। উল্লেখ্য তিতাস কমিউটার ট্রেনটি কয়েক মাস ধরে আখাউড়া ও ঢাকা দু’বার যাতায়াত করে থাকে। ট্রেনটি পূর্বে নির্ধারিত সময়ে ৪ বার যাতায়াত করত। ট্রেনটি কয়েক দফা মালিকানায় চলাচল করলেও বর্তমানে সরকারের অধীনে যাতায়াত করছে।
(এআর/এএস/মে ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test