E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় এলজিইডি’র সংস্কার কাজে অভিযোগ

২০১৪ মে ০৯ ১৬:১৬:৪৭
আগৈলঝাড়ায় এলজিইডি’র সংস্কার কাজে অভিযোগ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ ও জেলা পরিষদ ডাকবাংলোয় যাতায়াতের জন্য একমাত্র সড়কটির প্রশস্তকরণ নিয়ে উপজেলা প্রশাসনসহ এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এ বিষয়ে আইন শৃঙ্খলা সভায় ব্যপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলীকেও অবহিত করা হয়েছে।

জানা গেছে, উপজেলা সদরে যাতায়াতের একমাত্র সড়টি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হওয়ায় টেন্ডারের আহবান করে সংশ্লিষ্ঠ বিভাগ। ২৩ লাখ টাকা ব্যয়ে থানা সংলগ্ন ব্রিজ থেকে উত্তর দিকে ১নং ব্রিজ পর্যন্ত সংস্কার টেন্ডারের কাজটি পায় শরীফ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ঠিকাদার সিডিউল অনুযায়ি সড়কটি ৮ফুট প্রশস্ত করে কাজ শুরুও করে। উপজেলা পরিষদ ও জেলা পরিষদ ডাকবাংলোয় যাতায়াতের একমাত্র সড়কটি ৮ ফুট প্রশস্ত করায় দুটি যানবাহন একসাথে চলাচলের অনুপযোগি হওয়ায় যান চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হবে। এ কারণে গত বৃহস্পতিবার উপজেলা আইন শৃঙ্খলা সভায় সড়কটির প্রশস্তকরণ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। ওই দিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরিশাল জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলীকে রাস্তাটি প্রশস্ততা বৃদ্ধিকরণের জন্য অবহিত করেন। ওই সভায় উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম তালুকদার ভর্ৎসনা করেন। একটি সূত্রে জানাগেছে, গত শুক্রবার থেকে সড়টি একই ব্যয় বরাদ্দে ৮ ফুটের স্থলে প্রশস্ততা বাড়িয়ে ১০ ফুট করা হচ্ছে। একই মালামাল দিয়ে ২ ফুট রাস্তা বেশি প্রশস্ত করায় কাজের মান নিম্নমানের হচ্ছে। তবে বিক্ষুব্ধ জনগন যে কোন সময় সড়ক সংস্কারের কাজ বন্ধ করে দেয়ার কথাও জানিয়েছেন।
(টিবি/এএস/মে ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test