E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

শরীয়তপুরে সামাজিক উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

২০১৫ ফেব্রুয়ারি ১৪ ১৫:৫৩:৩৭
শরীয়তপুরে সামাজিক উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় দিন ব্যাপী আর্থ সামাজিক উন্নয়নে মৌচাষের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ মৌচাষী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী এফ এম ফখরুল ইসলাম মুন্সী।

শনিবার সকাল ১০টায় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে সুন্দরবন এলাকার বাওয়ালীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শতাধিক মৌচাষী, পৌরসভার মেয়র, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান, মেম্বার, কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারিগণ, মৌচাষী কল্যান সমিতির কর্মকর্তা এবং স্থানীয় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন জাজিরা পৌরসভার মেয়র আবুল খায়ের ফকির, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইলাম, মৌচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এবাদুল্লাহ মোঃ আফজাল, অর্থসম্পাদক কাজী মনির হোসেন, সহ সাধারণ সম্পাদক হাজী জালাল উদ্দিন, সহ-সভাপতি হাজী আয়ূব আলী, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম রিপণ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক অর্থ প্রতিমন্ত্রী ও আযুর্বেদী ফার্মাসীর চেয়ারম্যান এফ এম ফখরুল ইসলাম মুন্সী বলেন, বিভিন্ন প্রকারের ফসল ও মসলার ফুল থেকে মৌচাষিরা মধু সংগ্রহ করে এখন তা দেশের বাইরেও রপ্তানি করছে। বর্তমানে শুধুমাত্র সুন্দরবন অঞ্চলের চাষিরা মধু সংগ্রহ করছে। এ ব্যবসায় দেশের সব এলাকার কৃষকদের এগিয়ে আসা উচিৎ।
(কেএনআই/পিবি/ফেব্রুয়ারি ১৪,২০১৫)




পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test