E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সহিংসতার বিরুদ্ধে বগুড়ায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

২০১৫ ফেব্রুয়ারি ১৪ ১৬:০১:০৪
সহিংসতার বিরুদ্ধে বগুড়ায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বগুড়া প্রতিনিধি: সারাদেশে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে শনিবার বগুড়ায় মানব বন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন। বেলা সাড়ে ১১টায় বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) এর আয়োজনে শহরের সাতমাথায় মানববন্ধন পালিত হয়।

বগুড়া সংবাদিক ইউনিয়ন সভাপতি মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাব সভাপতি যাহেদুর রহমান যাদু, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব মানিক, মতিয়ার রহমান মিলন, দৈনিক আলো প্রতিদিন সম্পাদক আইনুল হক সোহেল, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, দৈনিক উত্তরের খবর সম্পাদক আব্দুস সালাম বাবু, আরিফ রেহমান, আবুল কালাম আজাদ ঠান্ডা, কমলেশ মোহন্ত সানু, আব্দুর রহমান টুলু, জিএম সজল, প্রদীপ মোহন্ত, জেএম রউফ, মাসুদুর রহমান রানা, আমজাদ হোসেন মিন্টু, তৌফিক হাসান ময়না, এবিএম জিয়াউল হক বাবলা, নাছিমা সুলতানা ছুটু, এইচ আলিম, সাজেদুর রহমান সিজু, তানসেন আলম, সামছুল আলম লিটন, সাখাওয়াত হোসাইন জনি, ফরহাদ শাহী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস কারো কাম্য নয়। সহিংসতাকারীরা সমাজের শত্রু, গণতন্ত্রের শত্রু। এরা দেশ ও জনগনের বন্ধু নয়। নাশকতার বিরুদ্ধে সমাজের সকল শ্রেনী পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে।
(এএসবি/পিবি/ফেব্রুয়ারি ১৪,২০১৫)




পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test