E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে ৭২ ঘন্টা হরতালের প্রথম দিন,আটক ৮

২০১৫ ফেব্রুয়ারি ১৫ ১২:০১:২৭
সিরাজগঞ্জে ৭২ ঘন্টা হরতালের প্রথম দিন,আটক ৮

সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপি নেতৃত্বাধিন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের পাশাপাশি তৃতীয় দফায় ডাকা টানা ৭২ ঘন্টা হরতালের প্রথম দিন সিরাজগঞ্জে জনজীবন অনেকটাই স্বাভাবিক রয়েছে। রবিবার সকাল থেকেই কেন্দ্রীয় এম এ মতিন বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা রুটের বাসসহ মালবাহি ট্রাক চলাচল করছে। শহরের কিছু দোকানপাট ও ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও হালকা যানবাহন চলাচল করছে।

এদিকে হরতালে দিন হরতালের সমর্থনে জেলার কোথাও কোন মিছিল-পিকেটিং এর ঘটনা না ঘটলেও হরতালের আগের রাতে সিরাজগঞ্জ শহরের জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন ২ নং পুলিশ ফাড়িতে দুটি ককটেল নিক্ষেপ করে হরতাল-অবরোধ সমর্থকেরা। এতে এক পুলিশ কনস্টেবল আহত হয়। এ ঘটনার পর নাশকতা চেষ্টার অভিযোগে জেলার সদর ও উল্লাপাড়া থেকে বিএনপি-জামায়াত-শিবিরের ৮ নেতা-কর্মিকে আটক করা হয়।

এদিকে যে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্বপূর্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশসহ আইন শৃঙ্খলারক্ষাকারি বাহীনীর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে।
(এসএস/পিবি/ফেব্রুয়ারি ১৫,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test