E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালকিনিতে দুটি ব্রীজের অভাবে দুই গ্রামবাসীর দুর্ভোগ

২০১৫ ফেব্রুয়ারি ১৫ ১৩:৫৯:১১
কালকিনিতে দুটি ব্রীজের অভাবে দুই গ্রামবাসীর দুর্ভোগ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে দুটি ব্রীজের অভাবে দু’গ্রামের মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। দুটি ব্রীজ নির্মাণ করলে শিশু ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের প্রায় ১০হাজার মানুষ ঝুকিমুক্ত চলাচল করতে পারবে। এখনই ব্রীজ দুটি নির্মিত না হলে বর্ষা মৌসুমে উপজেলা সদরের সাথে ঐ দু’গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে বলে গ্রামবাসী জানিয়েছেন।

সরেজমিন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর ও আউলিয়ার চর গ্রামের মানুষ জন্মের পর থেকেই বর্ষা মৌসুমে নৌকা, কলাগাছ দিয়ে তৈরি ভেলা আর পানিতে সাতার কেটে চলাই ছিল তাদের একমাত্র মাধ্যম।
১ মাস আগে ঐ গ্রামের ওপর দিয়ে একটি খাল খনন করে পানি উন্নয়ন বোর্ড। তখন ৮নং ওয়ার্ড মেম্বর মো. আজাদ হোসেন সরদারের নেতৃত্বে প্রায় ৩ শতাধিক এলাকাবাসী স্বেচ্ছায় খাল খননের মাটি দিয়ে প্রায় তিন কিলোমিটারের দুটি কাচা রাস্তা নির্মাণ করে।
খুনেরচর গ্রামের মো. সৈয়দ আলী খাঁর বাড়ী সংলগ্ন ও মানিক খাঁর হাট সংলগ্ন মো. লিয়াকত আলী খাঁর বাড়ীর পাশে খালের উপর রাস্তার সংযোগ সড়কের জন্য দুটি সাকো নির্মাণ করা হয়। নবনির্মিত এই সড়কটি দিয়ে মানুষের যাতায়াত বেড়ে যাওয়ায় সাকো দুটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এমনকি আগামী বর্ষা মৌসুমে পানিতে সাকো তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই ঐ দুটি স্থানে ব্রিজ নির্মার্ণের দাবি জানিয়েছে এলাকাবাসী।
খুনেরচর গ্রামের মো. বাবুল সরদার, সিরাজ হাওলাদার, আকবর হাওলাদার, সামচু খা, আউলিয়ারচর গ্রামের মোবারক খাঁ, নুরজাহান বেগম, তাছলিমা বেগম, রাশিদা বেগমসহ শতাধিক এলাকাবাসী বলেন, রাস্তা দুটি নির্মাণ হওয়ায় শুধু দুটি গ্রামের ১০ হাজার মানুষের উপকার না। বরিশালের মুলাদী উপজেলা বাটামারা ইউনিয়নের মানুষও এই রাস্তা দিয়ে চলাচল করে তাদের জীবিকা নির্বাহসহ বিভিন্ন জেলায় যাতায়াত করতে পারবে। বর্তমানে দুটি ব্রিজ নির্মাণ হলে আমরা ভ্যান-রিক্সায়ও চলাচল করতে পারবো। তাতেও অনেকের জীবিকা নির্বাহ হবে। সরকারের কাছে আমাদের দাবী যাতে আমাদের কষ্টের কথা ভেবে দুটি ব্রীজ দ্রুত নির্মাণ ও রাস্তাটি ড্রেজিংএর ব্যবস্থা করার জন্য আবেদন করছি।
বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার আজাদ হোসেন বলেন, আমার জন্মের পর থেকে দেখে আসছি ঐ দুটি গ্রামের মানুষ বর্ষা মৌসুমে নৌকা কিংবা পানিতে সাতার কেটে চলতে। তাই নিজে গ্রামবাসীর সাথে আলোচনা করে প্রায় ৩ শতাধিক পরিবারের জমির উপর দিয়ে এই রাস্তা দুটি নির্মাণ করেছি। বর্তমানে দুটি ব্রীজ নির্মিত হলে এলাকাবাসী যানবাহনেও চলাচল করতে পারবে।
(এএ/পিবি/ফেব্রুয়ারি ১৫,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test