E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে পুলিশ-শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া, আটক ৩৫

২০১৫ ফেব্রুয়ারি ১৫ ১৫:০৬:৫৭
শেরপুরে পুলিশ-শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া, আটক ৩৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরন, ইটপাটকেল নিক্ষেপ ও শিবির নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে এক শিবির কর্মী গুলিবিদ্ধ হয়।

জানা গেছে, ৭২ ঘন্টা হরতালের প্রথমদিন রবিবার সকাল ৯টায় শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কাঠালতলা এলাকায় শিবির নেতাকর্মীরা পিকেটিং করতে থাকে। এসময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপসহ ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ১৫ রাউন্ড শট গানের গুলি ছুঁড়ে। এতে শিবির কর্মী রানা আহমেদ (২২) গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে গুলিবিদ্ধ রানাসহ আরও দুই জামায়াতকর্মীকে আটক করে। আটককৃতরা হলেন উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া পূর্বপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে শুকুর আলী (৩০) ও একইগ্রামের মৃত রোস্তম আলীর ছেলে ওয়াজেদ আলী (৩৫)।
বগুড়া সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, শেরপুরে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় শিবির কর্মীসহ ৩ জনকে আটক করা হয়েছে। অপরদিকে বগুড়া জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, পিপিএম, এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকী, আব্দুল ওয়ারীশ, আরিফুর রহমান মন্ডল, সিনিঃ এএসপি মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, উজ্জ্বল কুমার রায়, এএসপি(সদর) গাজিউর রহমানের তত্ত্বাবধায়নে গত ২৪ ঘন্টায় বগুড়া জেলায় বিশেষ অভিযানে ভাংচুর, নাশকতা ও অগ্নিসংযোগের মামলার ৯ আসামী জামায়াত বিএনপির নেতাকর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে।
(এএসবি/পিবি/ফেব্রুয়ারি ১৫,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test