E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কালীগঞ্জে অস্ত্র ও নকল ফেনসিডিল তৈরির সরঞ্জামসহ জাকির গ্রেফতার

২০১৪ মে ০৯ ১৮:৪২:০৬
কালীগঞ্জে অস্ত্র ও নকল ফেনসিডিল তৈরির সরঞ্জামসহ জাকির গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি : অবশেষে সাতক্ষীরার দেবহাটা থানায় একটি হত্যা ও কালীগঞ্জ থানায় চাঁদাবাজি, ছিনতাই ও অপহরণসহ আটটি মামলার আসামী কালীগঞ্জ উপজেলার কাঁকশিয়ালী গ্রামের রাজু আহম্মেদ বাবুর আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পশ্চিম নারায়নপুর গ্রামের গৃহকর্তা রবিউল ইসলামের ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্রমিক নেতা রাজু পালিয়ে গেলেও তার সহযোগি কালীগঞ্জ উপজেলার বাজারগ্রামের জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।

এ সময় ওই আস্তানা থেকে পুলিশ রাজু আহম্মেদের ব্যবহৃত তিনটি দেশী অস্ত্র, একটি কম্পিউটার, একটি স্কানার মেশিন, নকল ফেনসিডিল তৈরির সরঞ্জাম, পরিবর্তিত নামে ভারতীয় নাগরিকত্বের কার্ডসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করেছে।
কালীগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের একজন প্রবীন নেতা জানান, এক বছর আগে তাদের ইউনিয়নের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হয়ে যায়। সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হকের ডান হাত বলে পরিচিত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট এর কাছের লোক রাজু আহম্মেদ। চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি নাগাদ ইাউনিয়নের আহবায়ক হিসেবে কামরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। গত ২১ এপ্রিল এনামুল হোসেনের সহযোগিতায় নবগঠিত আহবায়ক কমিটির সভাপতির পদ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামান পন্থী কামরুল ইসলামকে সরিয়ে সিরাজুল ইসলামকে আহবায়ক ও সদস্য সচিব হন রাজু আহম্মেদ। এরপর থেকে উত্তর কালীগঞ্জ বাসটার্মিনালে একক আধিপত্য বিস্তারের লক্ষে সে সন্ত্রাসী কর্মকা- ছাড়াও জুয়া ও মাদকের আস্তানা গড়ে তোলে। ক্ষমতার স্বাদ পেয়েই সাবেক সাংসদ এইচ এম গোলাম রেজার দেওয়া শ্রমিক ইউনিয়নের একটি বাস বিক্রি করে সে নিজের নামে একটি প্রাইভেটকার কেনে। মোটর সাইকেল ছিনতাই ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে ওঠে। একপর্যায়ে রাজু আহম্মেদ কয়েক মাস আগে পশ্চিম নারায়নপুর গ্রামের রবিউল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে তার মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। জেলা শ্রমিক লীগের শীর্ষ পর্যায়ের এক নেতা ছাড়াও উপজেলা আওয়ামী লীগের একটি গ্রুপের ছত্রছায়ায় থাকার ফলে পুলিশ তার বিরুদ্ধে কিছু করতে সাহস পেত না।
তিনি আরো জানান, সম্প্রতি রাজু আহম্মেদের নেতৃত্বে বাসটার্মিনালে একের পর সহিংসতার ঘটনার বিষয়টি শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা ও পুলিশেল পক্ষ থেকে সাংসদ ডাঃ আ.ফ.ম রুহুল হককে অবহিত করা হয়। তিনি বৃহষ্পতিবার রাত ৮টার দিকে নলতায় তার বাড়িতে বসে রাজুর বিরুদ্ধে সকল অভিযোগ শুনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমানকে সবুজ সংকেত দেন। এরই প্রেক্ষিতে উপপরিদর্শক রিফাতুল্লার নেতৃত্বে পুলিশ পশ্চিম নারায়নপুরে রাজু আহম্মেদ এর ভাড়া বাসায় অভিযান চালায়।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক রিফাতুল ইসলাম জানান, বৃহষ্পতিবার রাত সাড়ে ১১টার দিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমানের নেতৃত্বে বাসায় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজু (৩০) তার প্রাইকভেট কার নিয়ে পালিয়ে যায়। এ সময় তার সহযোগি উপজেলার বাজারগ্রামের শহর আলীর ছেলে জাকির হোসেনকে(২৬) মদ্যপ অবস্থায় গ্রেফতার করা হয়। ওই বাসা থেকে একটি ছোরা, একটি গুপ্তি, একটি রাম দা, একটি কম্পিউটার, একটি স্কানার, নকল ফেনসিডিল তৈরির মেশিন, ফেনসিডিলের ৩০০ নকল লেবেল, একটি ভারতীয় প্যান কার্ড (দেশের অভ্যন্তরে চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা), ভারতীয় ভোটার আইডি কার্ড, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি ক্রেডিট কার্ড, ইনকাম ট্যাক্স পরিশোধের কার্ড (টিন), ১০০ ভারতীয় টাকাসহ বিভিন্ন জিনিসপত্র আটক করা হয়। প্যান কার্ডে ও ভোটার আইডি কার্ডে রাজু আহম্মেদ যথাক্রমে ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার উত্তর ২৪ পরগনার পানিতর ও বাদুড়িয়া থানার মলয়াপুর গ্রামের সাবিরুল সরদারের ছেলে গোলাম রসুল সরদার হিসেবে উপস্থাপন করেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, রাজু আহম্মেদ দু’ দেশের নাগরিকত্ব গ্রহণ করে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে মাদক ও অস্ত্র চোরাচালান করে আসছিল। রাজুর বিরুদ্ধে কালীগঞ্জের কামদেবপুর গ্রামের কাশেম হত্যার ঘটনায় দেবহাটা থানায় হত্যা ও কালীগঞ্জ থানায় মোটর সাইকেল ছিনতাই, চাঁদাবাজি, মাদক পাচারসহ আটটি মামলা রয়েছে।
সম্প্রতি ৩০০ বোতল ফেনিসিডিলসহ ইসলাম হোসেন আটকের ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামী জাকির হোসেন। এ ছাড়া জাকিরের নাম উল্লেখ করে উপপরিদর্শক রিফাতুল্লাহ বাদি হয়ে মাদক ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা(১১ ও ১২) দায়ের করেছে। জাকির হোসেনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
(আরকে/এএস/মে ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test