E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নন্দীগ্রামে বিধ্বস্থ্য উপজেলা পরিষদের  নির্মাণ কাজের গতি বাড়ছে

২০১৫ ফেব্রুয়ারি ১৭ ১১:৫৫:২৯
নন্দীগ্রামে বিধ্বস্থ্য উপজেলা পরিষদের  নির্মাণ কাজের গতি বাড়ছে

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ভয়াবহ তান্ডবে বিধ্বস্থ্য উপজেলা পরিষদের ভবন নির্মাণ কাজের গতি বেড়েছে। নির্মাণ করা হচ্ছে নতুন নতুন ভবন। দ্রুত গতিতে এগিয়ে চলছে নির্মান কাজ। পাশাপাশি পাল্টে যাচ্ছে পরিষদের ধ্বংসযজ্ঞ চিত্র।

সূত্রমতে, ২০১৩সালের ৩মার্চ জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব রটিয়ে উপজেলা পরিষদে দফায় দফায় কয়েক ঘন্টাব্যাপী তান্ডবে ১৬টি অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ভয়াবহ তান্ডবে পৌর শহরে বিধ্বস্থ্য নগরীতে পরিণত হয়। উপজেলা পরিষদের বিশাল এলাকা ছিল এক বিরানভূমি। পরিষদ কমপ্লেক্সে থাকা দোতলা ভবনের প্রতিটি কক্ষের আসবাব ও নথিপত্র পুড়ে ছাইয়ের স্তুপ হয়েছিল। দেয়ালের পলেস্তারা খসে পড়েছিল। বিভিন্ন অফিস কক্ষের টেবিল, টেলিভিশন, কম্পিউটার, টেলিফোনসেট, ফ্যাক্স মেশিন, সরকারি সব নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়।
উপজেলার উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকান্ডের গুরুত্বপূর্ন কাগজপত্র, কর্মচারীদের চাকরি সংক্রান্ত রেকর্ড বই, বিভিন্ন সরকারি মামলা, ঋণ, নকশা, ভাউচারসহ সবকিছু আগুনে পুড়ে ভূস্মিভূত হয়। থমকে দাড়ায় সকল অফিসের কার্যক্রম। নেমে আসে স্থবিরতা। সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্থ ভবনের ক্ষত যেন’ মনে করিয়ে দেয় সেদিনের সেই বিভীষিকার কথা। কতোটা নিষ্ঠুরতার সাথে এধরনের নাশকতা চালনো হয়েছে’ সেই কথাই ঘুরে ফিরে আসছে সাধারণ মানুষের আলোচনায়। এদিনটিকে উপজেলাবাসী স্বরনীয় করে রেখেছে।
তান্ডবে প্রায় ১০কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। এরপর ২০১৪সালের ১৬এপ্রিল জিওবি'র অর্থায়নে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এলজিইডির বাস্তবায়নে ৪কোটি ২৮লাখ ৮৪হাজার ৩৯৪টাকায় উপজেলা কমপ্লেক্স ভবন সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু করা হয়। ৬ তলা বিশিষ্ট ৪র্থ তলা ভবন নির্মাণ, হলরুম নির্মাণ, স্যানিটারি, বিদ্যুৎ ও পানি সরবরাহসহ সোলার সিস্টেম নির্মাণ কাজ চলছে। এছাড়া ৫০লাখ টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ কমপ্লেক্স ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের কার্যালয় ভবন নির্মাণ কাজও চলছে। কোরিয়ান সরকারের অর্থায়নে ৭০লাখ টাকা ব্যয়ে উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসার্স সেন্টারের ভবন নির্মাণ কাজ শেষ পর্যায়ে। উপজেলা পরিষদের বাউন্ডারিসহ বিভিন্ন রিপিয়ারিং কাজ শেষ হয়েছে। পাল্টে যাচ্ছে উপজেলা পরিষদের ধ্বংসযজ্ঞ চিত্র।
এপ্রসঙ্গে উপজেলা প্রকৌশলী আবুল কাশেম বলেন, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার দ্রুত গতিতে কাজ চালিয়ে নিচ্ছে। গুনগতমান নিশ্চিত ও সার্বক্ষণিক তদারকির মাধ্যমে সিডিউল মোতাবেক ভবনের নির্মাণ কাজ চালানো হচ্ছে। নির্মাণ কাজে কোন অনিয়মের সুযোগ নেই।
(এনআই/পিবি/ফেব্রুয়ারি ১৭,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test