E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় গ্রাম্য আদালতে আড়াই হাজার মামলা নিস্পত্তি

২০১৫ ফেব্রুয়ারি ১৮ ১৩:২৬:০৮
মাগুরায় গ্রাম্য আদালতে আড়াই হাজার মামলা নিস্পত্তি

মাগুরা প্রতিনিধি  : গত ৪বছরে মাগুরায় গ্রাম আদালতের আওতায় ২হাজার ৫৮০টি মামলা নিস্পত্তি হয়েছে। জেলার ২টি উপজেলার ১৪টি ইউনিয়নে চলমান এলজিএসপির এ প্রকল্পে ইতিমধ্যে ক্ষতিপূরণ বাবদ ৮৯ লাখ ৩ হাজার ৯৫ টাকা আদায় করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩৪৪শতক জমি।
মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাহাত আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাহাদৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সৈয়দ রেজাউল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী মোঃ মঈনুল হাসান, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান ইউএনপিডিপি’র প্রতিনিধি আমির হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারি শহিদুজ্জামান প্রমুখ।

সভায় জানানো হয়, অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় জেলার শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার ১৪টি ইউনিয়নে গ্রাম আদালত পরিচালিত হচ্ছে। এরফলে প্রচলিত আদালতে মামলার জট কমে আসছে। একইসঙ্গে গ্রামের মানুষ দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার পাচ্ছেন।

সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, জেলা গ্রাম আদালত বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
(ডিসি/পিবি/ফেব্রুয়ারি ১৮,২০১৫)


পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test