E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদান পেলেন বগুড়ায় পেট্রোল বোমায় দগ্ধ ৮ ব্যক্তি

২০১৫ ফেব্রুয়ারি ১৯ ১৬:২২:০৯
প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদান পেলেন বগুড়ায় পেট্রোল বোমায় দগ্ধ ৮ ব্যক্তি

বগুড়া প্রতিনিধি: প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত পেট্রোল বোমায় আহতরা। একইসাথে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বৃহস্পতিবার বেলা ১২ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রদত্ত নগদ অর্থ প্রদান করা হয়েছে। পেট্রোল বোমা ও ককটেল হামলায় আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রদান করেন বগুড়া জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন। চলমান অবরোধ ও হরতাল চলাকালে বগুড়ার বিভিন্ন স্থানে পেট্রোল বোমা ও ককটেল হামলায় আহত ৮ জনকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বগুড়া শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মোস্তফা কামাল পাশা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, বিএমএ বগুড়ার সভাপতি ডা: মোস্তফা আলম নান্নু, শজিমেক এর অধ্যক্ষ আহসান হাবীব, উপাধ্যক্ষ রেজাউল আলম জুয়েল, জেলা আ’লীগনেতা প্রদীপ কুমার রায়, শাহরিয়ার আরিফ ওপেল, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, এড. জাকির হোসেন নবাব, শেখ শামীম, সুলতান মাহমুদ খান রনি, মঞ্জুরুল হক মঞ্জু, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো, মশিউর রহমান মন্টি, আসলাম হোসেন, আবু আহাদ সিজার, জাহিদ হাসান পলাশ প্রমুখ। এসময় পেট্রোল বোমায় আহত শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রাফিউল, আ: আজিজ, মোস্তফা, হাজী আব্দুল কাদের, লিটন, জাহাঙ্গীর, আব্দুল কাদের, মাহমুদ বোরহান উদ্দিনকে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে ১০হাজার টাকা প্রত্যেককে প্রদান করেন নেতৃবৃন্দ।

(এএসবি/পিবি/ফেব্রুয়ারি ১৯,২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test