E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালকিনিতে প্রায় সাড়ে ৯শ’ শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত হয়নি শহীদ মিনার

২০১৫ ফেব্রুয়ারি ২০ ১৬:০৬:৩০
কালকিনিতে প্রায় সাড়ে ৯শ’ শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত হয়নি শহীদ মিনার

মাদারীপুর প্রতিনিধি : স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ মাদারীপুরের কালকিনিতে প্রায় সাড়ে ৯শ’ শিক্ষা প্রতিষ্ঠানে আজো শহীদ মিনার নির্মাণ করা হয়নি। ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন থেকে বঞ্চিত হচ্ছে। সাধারণ ছুটির মতো এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই দিন কাটিয়ে থাকে।

সংশ্লিষ্ট শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৫টি, রেজি। প্রাথমিক বিদ্যালয় ৩২টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৮টি, উচ্চ বিদ্যালয় (বালক) ৩৮টি, উচ্চ বিদ্যালয় (বালিকা) ৪টি, কলেজ ৬টি, এবতেদায়ী মাদ্রাসা ৬১টি, দাখিল মাদ্রাসা ১৭টি, আলিম মাদ্রাসা ২টি, ফাজিল মাদ্রাসা ৮টি, হাফিজিয়া মাদ্রাসা ১৩টি, কওমি মাদ্রাসা ৪টি, ফোরকানীয়া মাদ্রাসা ৫৬০টি, কিশলয় বিদ্যালয় ৩টি ও স্বল্পব্যয়ী প্রাথমিক বিদ্যালয় ৭টি উপজেলায় রয়েছে।
এর মধ্যে মাত্র ১৫থেকে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে। বিশেষকরে গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্তজার্তিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে উৎযাপন না করে সাধারণ ছুটির দিনের ন্যায় দিনটি কাটিয়ে দেয়। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে শহীদ মিনার নির্মানের দাবি জানিয়েছে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।

(এসএএস/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test