E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোটি টাকার সম্পত্তি পুলিশ ফাঁড়ির নামে লিখে দিলেন এক দিনমজুর

২০১৫ ফেব্রুয়ারি ২০ ১৭:৩২:৩৫
কোটি টাকার সম্পত্তি পুলিশ ফাঁড়ির নামে লিখে দিলেন এক দিনমজুর

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বড় মনের মানুষেরা যুগে যুগে দেশের কল্যাণে ত্যাগ স্বীকার করে দানের মাধ্যমে ইতিহাসে নাম লিখিয়েছেন। তেমনি আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের উজিরপুর উপজেলার জল্লা গ্রামের দিনমজুর আদিত্য কুমার বাড়ৈ (৫৫)। ওই এলাকায় স্থায়ীভাবে পুলিশ ফাঁড়ির নিজস্ব ভবন নির্মাণের জন্য আদিত্য বাড়ৈ তার পৈত্রিক সূত্রে পাওয়া প্রায় কোটি টাকা মূল্যের ১ একর ১ শতক জমি দান করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশের নামে তিনি দানপত্রের সকল কাগজপত্র তুলে দিয়েছেন জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহর হাতে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান উর্মিলা বাড়ৈর জানান, ওই এলাকার মৃত হরিবর বাড়ৈর ছেলে দিনমজুর আদিত্য কুমার বাড়ৈ তার পৈত্রিক সূত্রে পাওয়া ১৭নং কুড়লিয়া মৌজার এস.এ ৪১১নং খতিয়ানের ২৬৯৪ ও ২৭৫১নং দাগের ১ একর ১ শতক জমি বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষে জেলা পুলিশ সুপারকে দান করেন। তিনি আরো জানান, জল্লা এলাকায় জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহর হাতে দানপত্র তুলে দেয়ার সময় অন্যান্যদের মধ্যে সহকারি পুলিশ সুপার ফজলুল করিম, উপজেলা সাব-রেজিস্টার জাহাঙ্গীর কবির মো. ফয়সালসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জল্লা ইউনিয়নের চেয়ারম্যান উর্মিলা বাড়ৈর সহযোগীতায় আদিত্য কুমার বাড়ৈর সম্পত্তি পাওয়া গেছে। তিনি আরো বলেন, উজিরপুর মডেল থানা থেকে প্রায় ৩০ কিলোমিটার দুরত্বে জল্লা এলাকায় পুলিশ ফাঁড়ির স্থায়ী ভবন নির্মাণ হলে ওই এলাকার আইন শৃঙ্খলার আরো উন্নতি ঘটবে।

(টিবি/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test