E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে পেট্রোল বোমাসহ দেশীয় অস্ত্র উদ্ধার

২০১৫ ফেব্রুয়ারি ২১ ১৩:২৩:৩৮
বরিশালে পেট্রোল বোমাসহ দেশীয় অস্ত্র উদ্ধার

বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে গাড়ি পোড়া মামলার দুই আসামী নিহত হয়েছে। এসময় সন্ত্রাসীদের ছোড়া পেট্রোল বোমায় ও ছোড়া গুলিতে পুলিশের তিন সাব ইন্সপেক্টর আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি পেট্রোল বোমা, একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলা সদরের বাইপাস সড়কের বুধার নামক এলাকায় শুক্রবার দিবাগত গভীর রাতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে দু’জন নিহত হয়েছে। নিহত দু’জনই গত ৮ফেব্রুয়ারি রাতে বাইপাস সড়কের প্রভাবশালী এক জামায়াত নেতার ব্যবসায়ীক প্রতিষ্ঠানের পশ্চিম পাশে একটি ফলবাহী পিকআপ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করা মামলার ১ ও ৩ নং আসামী।
তিনি আরও জানান, ওই মামলার ৩ নম্বর আসামী নগরবাড়ী গ্রামের মৃত মতিউর রহমান হাওরাদারের ছেলে টিপু হাওলাদার (৩৫) ঢাকায় আত্মগোপনে থাকার গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকার হাজারীবাগ থানার ওয়াজপুর গ্রামের মাহাবুব আলমের বাড়ি থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম গ্রেফতার করেন। তার স্বীকারোক্তি মতে আত্মগোপনে থাকা ওই মামলার প্রধান আসামী একই এলাকার হোসেন মোল্লার ছেলে কবির মোল্লা (৩০)কে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মতে শুক্রবার রাত সোয়া দুইটার দিকে তাদের (গ্রেফতারকৃতদের) মজুদ করা পেট্রোল বোমা ও অস্ত্র উদ্ধার এবং আত্মগোপনে থাকা মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের একটি দল জোবারপাড় এলাকায় যাওয়ার পথে বাইপাস সড়কের বুধার এলাকায় পৌঁছলে আগে থেকে ওৎপেতে থাকা মামলার পলাতক অপর আসামীরা সড়কে গাছের গুড়ি ফেলে পুলিশের গাড়ী লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে এসময় কমপক্ষে ৫০ রাউন্ড গুলি বিনিময় হয়। একপর্যায়ে গ্রেফতারকৃত কবির ও টিপু পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তারা নিহত হয়। গুলি বিনিময়ের সময় হামলাকারী আসামিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি পেট্রোল বোমা, একটি চাপাতি, একটি ধারালো চাকু, দুইটি রামদা, বল্লমসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
ওসি মনিরুল ইসলাম আরও বলেন, নিহত টিপুর বিরুদ্ধে বিএনপি মনোনীত সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের উপর উপজেলা সদরে প্রকাশ্যে সশস্ত্র হামলা মামলাসহ থানায় তিনটি মামলা ও একটি জিডি রয়েছে।
বিএনপি’র দাবি নিহত টিপু উপজেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক ও কবির জাসাসের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
শনিবার সকালে কড়া পুলিশ পাহারায় নিহতদের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশের উপর হামলা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

(টিবি/পিবি/ফেব্রুয়ারি ২১,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test