E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহান শহীদ দিবসে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালিত

২০১৫ ফেব্রুয়ারি ২১ ১৬:৫৯:১০
মহান শহীদ দিবসে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালিত

বগুড়া প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বগুড়া প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, ফটোগ্রাফিক সোসাইটি, জেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া টাউন ক্লাবসহ বিভিন্ন সংগঠন।

জেলা আওয়ামীলীগ সকালে আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন আলহাজ্ব মমতাজ উদ্দিন, মজিবর রহমান মজনু, ডা: মকবুল হোসেন, আবু সুফিয়ান সফিক, সাগর কুমার রায়, মাফুজুল ইসলাম রাজ, এড, জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, আমিনুল ইসলাম ডাবলু, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো প্রমুখ। বগুড়া প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা শনিবার বেলা সাড়ে ১১ টায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, আব্দুর রহিম বগ্রা, এএইচএম আখতারুজ্জামান, রেজাউল হাসান রানু, সমুদ্র হক, জিএম সজল, আব্দুস সালাম বাবু, সৈয়দ ফজলে রাব্বি ডলার, মির্জা সেলিম রেজা, জে এম রউফ, মহসিন আলী রাজু, আরিফ রেহমান, মোমিনুর রশিদ সাইন, আমজাদ হোসেন মিন্টু, সবুর শাহ্ লোটাস, শফিউল আযম কমল, কমলেশ মোহন্ত সানু, কালাম আজাদ, আব্দুর রহমান টুলু, সাজেদুর রহমান সিজু প্রমুখ।

(এএসবি/পিবি/ফেব্রুয়ারি ২১,২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test