E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত,মোটর সাইকেল আটক

২০১৫ ফেব্রুয়ারি ২১ ২২:২৪:৫৪
আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত,মোটর সাইকেল আটক

আঞ্চলিক প্রতিনিধি( বরিশাল):বরিশালের আগৈলঝাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ৯জন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চালকদের গনধোলাই দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার জোবারপাড় নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ওই গ্রামের মোটরসাইকেল চালক অটল ঢালীর ছেলে তাপস ঢালী (৫০), মুলাদী উপজেলার নাছির সরদারের ছেলে সায়েম (২০)সহ অপর ৬ যাত্রী গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় চালক তাপস ও মুলাদীর একজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে তারা উভয়ে মারা যায়। এ পর্যন্ত মুলাদীর ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহত অপর যাত্রী সায়েম জানায় তারা মলিাদী থেকে ওই ব্যাক্তির আত্মীয় বাড়ি যাচ্ছিলেন।

অন্যদিকে একই সময় উপজেলার রাজিহার-ঘোষেরহাট সড়কের রাজিহার নামক স্থানে বার্থী এলাকা থেকে চার জনে দুটি মোটরসাইকেল ভাড়া নিয়ে চালানো শেখার সময় বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাজিহার গ্রামের নিতাই দাস (৭০)কে চাঁপা দেয়। এসময় মোটরসাইকেল চালক বার্থি গ্রামের আলামিনসহ অপর চালক ও আরোহীরা আহত হয়। স্থানীয়রা মোটরসাইকেল দুটি আটক করে দুই জনকে গনধোলাই দেয়। গুরুতর আহতাবস্থায় নিতাই দাসকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশংকাজনক। দুটি পা’ই অকেজো হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি থানাকে জানানো হয়েছে বলে ওই এলাকার ইউপি সদস্য লিটন হাওলাদার জানান।

(টিবি/এসসি/ফেব্রুয়ারি২১,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test