E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাস্তায় দুধ ঢেলে খামারিদের প্রতিবাদ

২০১৫ ফেব্রুয়ারি ২২ ১৪:৪৫:৫২
রাস্তায় দুধ ঢেলে খামারিদের প্রতিবাদ

রংপুর প্রতিনিধি : মহাসড়কে দুধ ঢেলে অবরোধ-হরতালের প্রতিবাদ জানিয়েছে খামারিরা।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের এসব টানা কর্মসূচিতে দুধের দাম পড়ে যাওয়ায় রবিবার দুপুরে নগরীর সাত মাথায় এ প্রতিবাদ জানানো হয়। এ সময় কয়েকশ’ খামারি উপস্থিত ছিলেন। রংপুর জেলা দুগ্ধ খামার সমিতি এ কর্মসূচির আয়োজন করে।

খামারিরা জানান, অবরোধ-হরতালের ধুয়া তুলে প্রতি লিটার দুধের দাম ৫/৭ টাকা কমানো হয়েছে। এতে করে প্রতি লিটার দুধ সর্বনিম্ন ৩১ টাকা দরে বিক্রি হচ্ছে। এভাবে চলতে থাকলে পথে বসা ছাড়া উপায় থাকবে না। রাস্তায় দুধ ঢেলে অবরোধ-হরতালের প্রতিবাদ

সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবলু বলেন, গো-খাদ্যের দাম দ্বিগুণ বেড়ে গেছে। এর পরেও যারা কেনে, বিশেষত দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠান ব্রাক কম দামে দুধ কিনছে। এ অঞ্চলে সব চেয়ে বেশি দুধ কিনে থাকে ব্রাক ।


এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মেছের আলী, আনোয়ার হোসেন আনু, শাহিন হোসেন, লতিফ সরকার প্রমুখ। দুগ্ধ পরিবহনকে হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, রংপুর অঞ্চলে ছোট-বড় মিলে সহস্রাধিক দুগ্ধ খামার রয়েছে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২২, ২০১৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test