E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে শহীদ মিনার নির্মাণ

২০১৫ ফেব্রুয়ারি ২২ ১৬:০৮:০৭
গৌরনদীতে শহীদ মিনার নির্মাণ

বরিশাল প্রতিনিধি : প্রতি বছর মাতৃভাষা দিবস আসলেই কচিকাচা শিশুরা কোনমতে অস্থায়ী ভাবে শহীদ মিনার তৈরী করে শ্রদ্ধা জানান।
বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৬৫ বছর পর বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যর উদ্যোগে তার প্রাপ্ত পেনশন ও ভাতার তিন লাখ টাকা ব্যয়ে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করার খবর পাওযা গেছে।

এলাকবাসী জানান, উপজেলার কটকস্থল গ্রামে স্থানীয়দের সহায়তায় ১৯৪৫ সালে কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। তবে বিদ্যালয়ে প্রতিষ্ঠাতার ৬৫ বছর পেরিয়ে গেলেও ওই প্রতিষ্ঠানে নির্মান করা হয়নি কোন শহীদ মিনার। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল জানান, সম্প্রতি শহীদ মিনারের বিষয়ে প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজিবুর রহমান ওরফে ইঙ্গুল মাঝির নজরে আনা হয়। তার অর্থায়নে শুরু করা হয় শহীদ মিনার নির্মাণ কাজ। ২১ ফেব্রুয়ারি স্থায়ী শহীদ মিনারের আনুষ্টানিক উদ্ভোধন করেন গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী। বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজিবুর রহমান ওরফে ইঙ্গুল মাঝি বলেন, ‘এলাকার শিক্ষার্থীদের ভাষার ইতিহাস ও ঐতিহ্যর কথা চিন্তা ও ভাষা শহীদরে স্মরণে আমর পেশনের ও মুক্তিযোদ্ধা ভাতার টাকা জমা করে তিন লাখ টাকা ব্যয়ে এ শহীদ মিনার নির্মাণ করেছি।’ যা প্রজন্মর কাছে ভাষ শহীদ ও তাদের ইতিহাস অমর করে রাখবে।
(টিবি/পিবি/ফেব্রুয়ারি ২২,২০১৫)



পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test