E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মাদারীপুরে সাধু বেশে আশ্রয় নিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট

২০১৫ ফেব্রুয়ারি ২২ ১৭:৩০:১৮
মাদারীপুরে সাধু বেশে আশ্রয় নিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট

মাদারীপুর প্রতিনিধি : সাধু বেশে আশ্রয় নিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়েছে কথিত সন্নাসীদ্বয়। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মাদারীপুরের কালকিনি উপজেলার শশীকরের দর্শনা আড়ুয়াকান্দি গ্রামে। রবিবার সকালে মধুসূদন রায় ও তার স্ত্রী ললিতা রায় এবং জামাই মানিক দত্তকে অচেতন অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিক দত্তের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

হাসপাতালে মধুসূদনের ছোট ভাইয়ের স্ত্রী শেফালী রায় জানান, তার ভাসুর মধুসূদন রায়ের বাড়িতে ৬/৭ দিন আগে সন্ন্যাসি বেশে একজন পুরুষ ও একজন নারী আগন্তুক আশ্রয় নেয়।

আশ্রয় নেওয়ার সময় তারা নিজেদের সন্ন্যাসি পরিচয় দিয়ে জানান তারা বাগেরহাটের একটি আশ্রম থেকে এসেছে। আশ্রমের জন্য বাড়ি বাড়ি গিয়ে টাকা সংগ্রহ করবে বলেও জানান।

মধুসূদনের বাড়িতে অবস্থান করে সন্ন্যাসিদ্বয় এলাকায় ঘুরে ঘুরে টাকা-পয়সা সংগ্রহের কাজ করতে থাকে। এরই মধ্যে মধুসুদনের স্ত্রী ললীতা রায়ের সাথে নারী সন্ন্যাসির সুসম্পর্ক গড়ে ওঠে।

শুক্রবার মধুসূদন রায়ের জামাতা মানিক দত্ত বরিশালের গৌরনদী থেকে শ্বশুর বাড়ি বেড়াতে আসে। মানিকের হাতে একটি সোনার মাদুলী ও আংটি দেখে সন্ন্যাসিরা বলে ঐ মাদুলীতে অপয়ার ছোঁয়া লেগেছে। ঐ মাদুলী কোন কাজ করবে না। আমাদের কাছে নিয়ে আসেন আমরা তা শোধন করে দেব।

সন্ন্যাসিদের কথা মতো শনিবার রাতে মধুসূদন তার স্ত্রী ও জামাইকে নিয়ে সন্ন্যাসিদের প্রস্তাব মতো গোপনে তাদের ঘরে বসে সোনার মাদুলী শোধনের কাজে লিপ্ত হয়।

গভীর রাত পর্যন্ত চলে মাদুলী আর আংটি শোধনের কাজ। এক পর্যায় ঐ তিনজনকে অজ্ঞান করে সন্ন্যাসিরা টাকা-স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

রবিবার সকালে স্থানীয়রা ঘরে ঢুকে সবাইকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। ঘরের জিসিনপত্র এলামেলো, আলমারী খোলা, ওয়ারড্রব, শোকেস খোলা দেখতে পায়।

পরে তারা অজ্ঞান অবস্থায় তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সবাই অসুস্থ্য থাকায় এঘটনায় লুণ্ঠিত মালামালের পরিমাণ জানা যায়নি। এ সংবাদ লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) তাদের জ্ঞান ফিরেনি।

এদিকে খবর পেয়ে লক্ষীপুর থেকে মোটর সাইকেলে করে বাড়ি আসার পথে মধুসূদন রায়ের ছেলে মনোজ রায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে লক্ষীপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(এএসএ/এএস/ফেব্রুয়ারি ২২, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test