E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় প্রতিবন্ধী ধর্ষিত শিশুর পরিবারের পাশে  ব্র্যাক

২০১৫ ফেব্রুয়ারি ২৩ ১৫:২৩:৪৬
আগৈলঝাড়ায় প্রতিবন্ধী ধর্ষিত শিশুর পরিবারের পাশে  ব্র্যাক

বরিশাল প্রতিনিধি : বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর বরিশালের আগৈলঝাড়ায় বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় অবশেষে মামলা নিয়েছে পুলিশ। ডাক্তারী পরীক্ষার জন্য ওই শিশুটিকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

অসহায় শিশুর পরিবারের আর্থিক ও বিচারিক সহায়তা দিতে পাশে দাড়িয়েছে এনজিও ব্র্যাক।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, গত ২১ ফেব্রুয়ারি বিভিন্ন সংবাদ মাধ্যমে বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণের সংবাদ দেখে পুলিশ পাঠিয়ে ধর্ষিতার বাবাকে থানায় ডেকে আনেন তিনি। রবিবার বিকেলে ওই শিশুর হত দরিদ্র বাবা ভ্যান চালক বাদী হয়ে বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের প্রভাবশালী কালাম খানের ছেলে মান্না খানকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহন করা হয়। যার নং-৪ (২২.২.১৫)। মামলার অভিযোগে বলা হয়, ১৭ ফেব্রুয়ারি দুপুরে বাক প্রতিবন্ধী ওই শিশু (১১)কে ঘরে একা পেয়ে ধর্ষণ করে মান্না। ঘটনাটি দেখে ফেলে বাড়ির খাদিজা। এদিকে অসহায় শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার কথা জানিয়েছেন ব্র্যাক বরিশাল জেলা সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ম্যানেজার কালা চাদ দাস অসিত। তিনি থানায় গিয়ে এবিষয়ে খোঁজ খবর নিয়ে জানান জানান, ওই পরিবার আইনী সহয়তা চাইলে তাদের তাও দেয়া হবে।
মামলা দতন্তকারী কর্মকর্তা এসআই আক্কাস আলী জানান, শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য সোমবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামী গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে। শিঘ্রই আসামী গ্রেফতার হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।
(টিবি/পিবি/ফেব্রুয়ারি ২৩,২০১৫)


পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test