E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় ২১ জন চিকিৎসককে সম্মাননা প্রদান

২০১৪ মে ১০ ১৪:৫৪:৩১
কুষ্টিয়ায় ২১ জন চিকিৎসককে সম্মাননা প্রদান

কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে চিকিৎসক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা-২০১৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮ টায় শহরের ম্যাটস গ্যালারিতে অনুষ্ঠিত এ সম্মেলনে বিএমএ জেলা শাখার সভাপতি ডা. জামাল উদ্দিন মোল্লা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মাহামুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন বিএমএ কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান।
অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন পেশ করেন বিএমএ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক ডা. আমিনুল হক রতন। এ সময় বক্তব্য দেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ইফতেখার মাহামুদ, কুষ্টিয়া জেনারেল হাসাতালের সহকারী পরিচালক ডা. আজিজুন নাহার, ফরিদপুর মেডিকেল কলেজের অ্যাপক ডা. মুসতানজিদ লোটাস, ডা. আসমা জাহান লিজা, ডা. একে এম মুনীর, ডা. আব্দুস সামাদ প্রমুখ।
অনুষ্ঠানে কুষ্টিয়ার ১৮ জন চিকিৎসককে মরনোত্তর ও তিনজনকে আজীবন সম্মাননা দেয়া হয়। প্রয়াত ডা. মোশারফ হোসেনের পক্ষে বিশিষ্ট রাজনীতিক জাহাঙ্গীর হোসেন সম্মাননা গ্রহণ করেন। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
(কেকে/এএস/মে ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test