E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তথ্য প্রযুক্তি কেড়ে নিতে পারেনি বইয়ের ভালবাসা

২০১৫ ফেব্রুয়ারি ২৪ ১৫:৫৬:৪৯
তথ্য প্রযুক্তি কেড়ে নিতে পারেনি বইয়ের ভালবাসা

বরিশাল প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের সর্ববৃহত বিদ্যাপিঠ বরিশাল সরকারি বজ্রমোহন (বিএম) কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হানিফ প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...”। দেশকে সত্যিকার অর্থে ভালোবাসতে হলে দেশের ইতিহাস-ঐতিহ্যকে গভীরভাবে জানতে হবে। এজন্য বই পড়ার কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, হাতের কাছে সকল প্রকার তথ্য-প্রযুক্তি পেয়েও আমাদের তরুণেরা বই থেকে যে মুখ ফিরিয়ে নেয়নি, বইমেলায় এসে এটাই আমার সবচেয়ে ভালো লাগছে।

গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ও মাহিলাড়া ডিগ্রি কলেজের আয়োজনে মঙ্গলবার একুশে বইমেলার চতুর্থদিনের সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বইমেলায় আসার আগে ভেবেছিলাম একটি ইউনিয়নের বইমেলা আর কেমন হবে। হয়তো তথ্য প্রযুক্তির কারণে পাঠক বই থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু মেলায় এসে, এত মানুষ দেখে আমার সে ভাবনা পাল্টে গেছে। এত বড় মেলা কোন জেলা কিংবা বিভাগীয় শহরেও দেখিনি। তিনি আরো বলেন, চলমান হরতাল অবরোধের মধ্যে গত ৭ ফেব্রুয়ারি এই মাহিলাড়ার বইমেলা পন্ড করার জন্যই হয়তো একদল নাশকতাকারীরা পেট্রলবোমা নিক্ষেপ করে তিনজনকে পুড়িয়ে হত্যা করেছে। সেই পেট্রোল বোমাও দাবিয়ে রাখতে পারেনি হাজারো বই প্রেমীদের। সকল ভয়কে জয় করে হাজার-হাজার মানুষ যে আজ বইমেলায় এসে বই ক্রয় করছে এটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি।
বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট অজয় দাস গুপ্ত বলেন, আমরা বাংলাদেশকে সোনার বাংলা রূপান্তরিত করতে চাই। সোনার বাংলা গড়তে হলে প্রয়োজন সোনার মানুষ। বইমেলায় যারা বিচরণ করছে বই ক্রয় করে গভীর মনোযোগ সহকারে পড়াশোনা করছে; তারাই আমাদের সোনার ছেলে। একদিন তাদের হাতেই সোনার বাংলা সু-প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বইমেলা আয়োজক কমিটির আহবায়ক ও জেলার দু’বারের শ্রেষ্ঠ মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। বক্তব্য রাখেন অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহমেদ। সভার সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইসাহাক আলী সরদার। আজ মঙ্গলবার পাঁচ দিনব্যাপি মেলার শেষদিন।
(টিবি/পিবি/ফেব্রুয়ারি ২৪,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test