E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেহেগিনিতলার ফটো গ্যালারি ঘুরে দর্শনার্থীদের চোখে নতুন স্বপ্ন

২০১৫ ফেব্রুয়ারি ২৪ ১৬:০৫:৪২
মেহেগিনিতলার ফটো গ্যালারি ঘুরে দর্শনার্থীদের চোখে নতুন স্বপ্ন

বরিশাল প্রতিনিধি : মা সালাম কে, বরকত কার নাম। ওনাদের ছবি এখানে ঝুলিয়ে রাখা কেন; যুদ্ধ কি। মা বিপাশা গুহর সাথে মেহেগিনিতলার ফটো গ্যালারি ঘুরে ঘুরে এধরনের নানা প্রশ্ন করছিলো ছোট্ট শিশু অর্পিতা গুহ। তার মা বিরক্তি না হয়ে কোলে তুলে প্রতিটি ছবির কাছে গিয়ে অর্পিতার সকল প্রশ্নের জবাব দিচ্ছে।

দক্ষিণাঞ্চলের সর্ববৃহত পাঁচ দিনব্যাপি একুশে বইমেলার চতুর্থদিনে (মঙ্গলবার) এ দৃশ্য দেখা গেছে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণের বইমেলা স্থলের উত্তর পার্শ্বের মেহেগিনিতলার ফটো গ্যালারিতে। শুধু ছোট্ট শিশু অর্পিতা গুহ-ই নয়, এখানে প্রদর্শন করা ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, দেশবরেণ্য ব্যক্তি, যুদ্ধে বিদেশী বন্ধু, চলমান অবরোধ ও হরতালে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদসহ বিভিন্ন মনীষীদের সংক্ষিপ্ত জীবনী দিয়ে নির্মিত ফটো গ্যালারি ঘুরে অবাক হয়েছেন, বরিশাল জেলা প্রশাসক মে. শহীদুল আলম, শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হকসহ অন্যান্য অতিথিরা। দুর্লভ এসব সংগ্রহের জন্য তারা বইমেলা আয়োজক কমিটির আহবায়ক জেলার দু’বারের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুকে ধন্যবাদ জ্ঞাপনও করেছেন। শুধু একুশে বইমেলার বইয়ের স্টলই নয় মেহেগিনিতলার ফটো গ্যালারি ঘুরে সকল বয়সের দর্শনার্থী ও অতিথিদের চোখে ফুটে উঠেছে নতুন স্বপ্ন। তাদের সবার চোখে আজ নতুন কিছু করার স্বপ্ন। ভাষা তাদের অস্ত্র। সে কারণেই এ চত্বরের চরিত্র সম্পূর্ণ আলাদা।
(টিবি/পিবি/ফেব্রুয়ারি ২৪,২০১৫)








পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test