E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কুষ্টিয়ায় নিহতদের পরিবারে কান্না থামছে না

২০১৫ ফেব্রুয়ারি ২৪ ১৬:৫৪:২৮
কুষ্টিয়ায় নিহতদের পরিবারে কান্না থামছে না

কুষ্টিয়া প্রতিনিধি :  পদ্মার পাটুরিয়ায় লঞ্চডুবির ঘটনায় যে মরদেহ উদ্ধার হয়েছে তার মধ্যে কুষ্টিয়ারই ১৭ জন। এর মধ্যে ৩ পরিবারের ৯ জন সদস্য  রয়েছে। তাদের পরিচয়ও মিলেছে। নিহতদের মধ্যে চিকিৎসক, প্রকৌলশী ও ব্যবসায়ী আছেন। এদের বাড়ি কুমারখালী, খোকসা, মিরপুর ও সদর উপজেলায়। নিখোঁজ রয়েছে দুই শিশু। নিহত পরিবারে চলছে শোকের মাতম। লঞ্চ ডুবিতে যারা নিহত হয়েছেন তাদের জানাযা শেষে দাফন করা হয়েছে।

পারবারিক সূত্র জানিয়েছে, বেশির ভাগই ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। এছাড়া নদীর ওপারে আশেপাশের জেলায় গিয়েছিলেন কাজে। এদের মধ্যে নিহত সাবু কনে দেখে বিয়ের দিনক্ষণ ঠিক করে বাড়ি ফিরছিলেন। দুই মেয়ে নিয়ে রেবেকা ঢাকায় গিয়েছিলেন মানত শোধ করতে। কেউবা সন্তানকে সাথে নিয়ে আর কেউবা ব্যবসায়িক কাজ সেরে বাড়ি ফিরছিলেন। কিন্তু সে ফেরা আর হয়ে উঠেনি। বাড়ি ফিরেছে তাদের লাশ। লঞ্চডুবির ঘটনা ঘটেছে দুপুর ১টার দিকে। আর মৃত্যুর সংবাদ পৌঁছেছে দুপুর নাগাদ। এরপর থেকে স্বজনদের অপেক্ষা। তারপর থেকে একে একে আসতে শুরু করে মরদেহ। স্বজনদের আহাজারি আর আর্তনাদে সে কথাই বারে বারে উঠে এসেছে।
কুষ্টিয়া সদর উপজেলা : পারিবারিক সুত্রে জানা যায়, কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার নাসির (২৯) তার দুই মেয়েকে বাড়িতে রাখার জন্য ঢাকা থেকে রওয়ানা হয়েছিলেন। লঞ্চডুবিতে নাসির ও তার বড় মেয়ে নাঈমা মারা গেছেন। তবে ছোট মেয়ে নেহাকে (৩) জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
এছাড়া কুষ্টিয়া সদর উপজেলার নতুন কমলাপুর এলাকার হাফিজুর রহমান সান্টু মিয়ার ছেলে প্রকৌশলী মেহেদী হাসান বাপ্পী (৩২)। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকুরি করতেন। বাপ্পীর ৪ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। এছাড়া শহরের আড়ুয়াপাড়া এলাকার ডাঃ অসীম কুমার পালের কন্য্ াডা. নবনীতা পাল (৩০) লঞ্চ ডুবিতে প্রাণ হারিয়েছেন। নবনীতা একটি বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করতেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তার স্বামী শ্যামল পালও চিকিৎসক।
কুমারখালী উপজেলা : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার মোল্লাপাড়া গ্রামের মৃত সাবুর বড় ভাই লাবু জানান, সাবু গিয়েছিলন বিয়ের পাত্রী পছন্দ করতে। পাত্রী পছন্দ হওয়ার পর বিয়ের দিনক্ষন ঠিক করে বাড়ি ফেরার পথে লঞ্চডুবিতে সাবু (৩০), তার মা মর্জিনা খাতুন (৫৬) এবং তার ভাই এর মেয়ে লাবনীর (১৪) মৃত্যু হয়। আনন্দের স্থলে এখন শোকের ছায়া সাবুর বাড়িতে।
কুমারখালী উপজেলার সাঁওতা গ্রামের ফারুক জানান, তার স্ত্রী রেবেকা খাতুন (২৯) তার তিন বছরের ছেলে রাইসান ও মেয়ে বিথি খাতুনকে (১৪) নিয়ে গিয়েছিলেন ঢাকায় এক কবিরাজের বাড়িতে মানত শোধ করতে। মানত শোধ করে বাড়ি ফেরা হয়নি তাদের। একই পরিবারের তিন জনের মৃত্যুতে বাকরুদ্ধ পরিবারের স্বজনরা। এছাড়া একই এলাকার মোস্তফা বিশ্বাস (৬০) মারা গেছেন।
লঞ্চডুবির সময় লঞ্চে থাকা কুমারখালীর উপজেলার খয়ের চারা গ্রামের মিলি খাতুন জানান, ঢাকা থেকে স্বামী সন্তান নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। লঞ্চডুবিতে নিজে বেঁচে গেলেও চোখের সামনে মরতে দেখেছেন স্বামী হাফেজ ইউনুস আলী (৩০) ও তার মেয়ে আড়াই বছরের ফাতেমাকে। রাতেই স্বামীর লাশ খুজে পেলেও মেয়ের মরদেহ পাওয়া গেছে সোমবার সকালে। স্বামী ও সন্তানকে হারিয়ে পাগলপ্রায় সে। ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার কথা ছিল কুমারখালী শহরের কুন্ডুপাড়া এলাকার কাপড় ব্যবসায়ী মধু সুধন শাহা (৬৫)। কিন্তু লঞ্চডুবিতে বাড়ি ফিরেছে লাশ হয়ে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে নির্বাক পরিবারের সদস্যরা। কুমারখালীতে প্রাণহানির ঘটনায় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ শোক প্রকাশ করেছেন।
খোকসা উপজেলা : স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন সুত্রে জানা যায়, খোকসা উপজেলার জয়ন্তি হাজরা ইউনিয়নের মহিষবাথান গ্রামের একই পরিবারের ৩ জন, ইসমাইল হোসেন এর মেয়ে লতা (২২), আড়াই বছরের ছেলে পুলক হোসাইন এবং ছোটভাই এনামূল (১৪) মৃত্যুবরন করেছে।
মিরপুর উপজেলা : মিরপুর উপজেলার আমলা সদরপুর স্কুলপাড়া এলাকার আনসার আলী’র ছেলে আসাদুল হক (২৭) আমলার শরিফুল ইসলাম (৩২) মারা গেছেন।
কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক জানান, জেলার খোকসা উপজেলায় ৩জন, কুমারখালী উপজেলায় ৮জন, সদর উপজেলায় ৪জন এবং মিরপুর উপজেলায় ২জন এর মৃতদেহ উদ্ধার হওয়ার সর্বশেষ সংবাদ পাওয়া গেছে। স্বজনদের ভাষ্য অনুযায়ী নিখোঁজ রয়েছে ৩ জন।
কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার সালেহা আক্তার জানান, নিহতদের লাশ প্রশাসন তদারকির মাধ্যমে পৌচ্ছে দেয়া হয়েছে পরিবারের কাছে। এদিকে যোহর ও আসরের নামাজের পর সবাইকে দাফন করা হয়। জানা যায় এলাকার শতশত মানুষ অংশ গ্রহণ করেন।
(কেকে/পিবি/ফেব্রুয়ারি ২৪,২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test