E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় মন্দিরে আগুন, জামায়াত শিবিরের নেতাকর্মীসহ গ্রেফতার ২০

২০১৫ ফেব্রুয়ারি ২৪ ১৮:৫৪:৫৬
বগুড়ায় মন্দিরে আগুন, জামায়াত শিবিরের নেতাকর্মীসহ গ্রেফতার ২০

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় মন্দির চত্বরে সাজানো প্যান্ডেলে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলা গাড়িদহ ইউনিয়নের চন্ডিজান গ্রামে অবস্থিত রাধা গোবিন্দ মন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলে এবং দুই শিবিরকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে। এছাড়া বগুড়া সদর পুলিশ ফাঁড়ির সামনে ককটেল বিস্ফোরণ ও সোমবার রাতে বগুড়া-রংপুর মহাসকের মহাস্থানে একটি ট্রাকে আগুন দেয় অবরোধ সমর্থকরা। এতে কেউ হতাহত হয়নি।


জেলা পুলিশ বিভাগ মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ভাংচুর ও নাশকতা মামলায় জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ২০ জনকে গ্রেফতার করেছে।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার দাস জানান, ২৫ ফেব্রুয়ারি থেকে মন্দির চত্বরে তিন দিনব্যাপি হরিবাসর (মহানাম যজ্ঞ ও লীলাকীর্তন) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এজন্য গত কয়েকদিন ধরে মন্দিরস্থলে প্যান্ডেল তৈরীসহ যাবতীয় কাজ সম্পন্ন করা হয়। সোমবার রাত অনুমান সাড়ে ১২টায় মন্দিরের সাজানো প্যান্ডেলে আগুন দেখতে পাওয়া যায়। ভক্তরা দ্রুত আগুন নিভিয়ে ফেরে। কেরোসিনে দেয়া আগুনে মন্দির ও প্যান্ডেলের টিনের চালা, খড়ের গাদা, ডেকোরেটরের কাপড় পুড়ে যায়। এঘটনায় আটককৃতরা হলো শিবিরকর্মী শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের বাদশা মিয়ার পুত্র ফরহাদ হোসেন (১৯) ও একই গ্রামের আ: খালেকের পুত্র মো: তোহা (২২)। অপরদিকে সোমবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল ও মহাস্থানের মাঝামাঝি এলাকায় অবরোদ সমর্থকরা সবজি বোঝাই ট্রাকে আগুন লাগিয়ে দেয়। চালক ও হেলপার দ্রুত নেমে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে আগুন নিভিয়ে ফেলে।

বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ হাশমী জানান, আগুনে মন্দির চত্বরে রাখা কিছু খড় ও প্যান্ডেলের কয়েকটি কাপড়ের অংশ পুড়ে যায়। এছাড়া উক্ত ঘটনায় জড়িত সন্দেহে দুই শিবিরকর্মীকে আটক করা হয়েছে।

বগুড়ার সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, ভাংচুর ও নাশকতার মামলায় শেরপুর উপজেলা জামায়াতের রোকন আতিকুর রহমান, একই উপজেলার শিবিরের প্রচার সম্পাদক শাহাদৎ হোসাইন, সরকারি আজিজুল হক কলেজের ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি মো. রিগ্যানসহ বিভিন্ন অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

(এএসবি/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test