E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৭

২০১৫ ফেব্রুয়ারি ২৪ ২০:৫১:১৪
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৭

স্টাফ রিপোর্টার,কুমিল্লা : কুমিল্লার নোয়াবাজারে একটি যাত্রী বাসের সাথে একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন জন পুরুষ, ২ জন মহিলা ও ২টি শিশু রয়েছে। তারা সকলেই অটোরিকশাটির যাত্রী। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নোয়াবাজার-জগমোহনপুরের মাঝামাঝিতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ৭ যাত্রী নিহত হয়। নিহতদের মধ্যে দুই মা-মেয়ে ও স্বামী-স্ত্রী রয়েছেন। নিহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রামের নারায়নপুরের আবদুর রবের স্ত্রী জেসমিন আক্তার (৪০), তার মেয়ে ডলি আক্তার (১২), দেবীপুরের রিপন মিয়ার স্ত্রী রুবিনা আক্তার (৩২), তার মেয়ে সুমাইয়া আক্তার (৭), নারায়নপুরের ফিরোজ মিয়ার স্ত্রী কুলসুম আক্তার ও চালক আমানগন্ডার কোব্বাত মিয়ার ছেলে ফিরোজ মিয়া(৩৭)। এক জনের পরিচয় পাওয়া যায় নি। এ ঘটনায় একজন আহতকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নোয়াবাজার মহাসড়ক পুলিশ ফাড়ির ইনচার্জ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, বেপরোয়া গতিতে বাসটি চলার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে তাৎক্ষনিকভাবে ধারণা করা হচ্ছে।

(একেএইচ/অ/ফেব্রুয়ারি ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test