E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরের নবগঠিত নলডাঙ্গা উপজেলা নির্বাচন ৯ জুন

২০১৪ মে ১০ ১৭:০৭:৫৫
নাটোরের নবগঠিত নলডাঙ্গা উপজেলা নির্বাচন ৯ জুন

নাটোর প্রতিনিধি : আগামী ৯ জুন নাটোরের নবগঠিত নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, সম্প্রতি সম্প্রতি নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২) মিহির সারওয়ার মোর্শেদ স্বাক্ষরিত এক পরিপত্রে এই তফসিল ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন জানান, ঘোষিত ওই তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ১৫ মে, মনোনয়ন যাচাই-বাছাই ১৭ মে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ মে নির্ধারণ করা হয়েছে।
আগামী ৯ জুন নির্বাচনের তফশিল ঘোষনার খবর প্রচার হওয়ার পর উপজেলার সর্বত্রই উৎসবের আমেজ সৃষ্ঠি হয়। চায়ের ষ্টল, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বত্রই এখন আলোচনার প্রধান আকর্ষন উপজেলা নির্বাচন। কে কোন দলের প্রার্থী হচ্ছেন তা নিয়ে চলছে নানা গুঞ্জন। সম্ভাব্য প্রার্থীরাও বসে নেই। তারা তাদের দলের হাইকমান্ড থেকে শুরু করে তৃনমুল নেতাকর্মীদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। কর্মী সমর্থকদের নিয়ে মিটিং মিছিল নিয়ে তারা ব্যাস্ত সময় পার করছেন। ঐতিহ্যবাহী নলডাঙ্গারহাট উন্নয়নসহ বৃহত্তম শস্য উৎপাদনকারী অঞ্চল হালতি বিলের উন্নয়নে প্রতিশ্র“তি দিচ্ছেন। এলাকার মাদক ও সন্ত্রাস নির্মুলেরও অঙ্গিকার করছেন।
অপরদিকে নবগঠিত উপজেলার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এতে নলডাঙ্গা এলাকার মানুষের কৌতুহলের যেন শেষ নেই। স্থানীয়রা বলছেন, যে প্রার্থী সৎ, শিক্ষিত এবং সাধারন মানুষের পাশে সার্বক্ষনিক থাকেন, খোঁজখবর রাখেন এমন প্রার্থীকে তারা বেছে নেবেন। এমনকি নতুন উপজেলা পুর্নগঠনসহ এলাকার উন্নয়নে যে প্রার্থী কাজ করতে আগ্রহ দেখাবেন তাকেই তারা ভোট দেবেন।
এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে বৃহৎ দু’টি দল আওয়ামীলীগ ও বিএনপি তাদের প্রার্থী মনোনয়ন নিয়ে ব্যস্ত রয়েছেন। নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অধ্যাপক এসএম ফিরোজ জানান, আওয়ামীলীগ প্রার্থী মনোনয়ন চুড়ান্ত করতে আগামী ১৩ মে দলের তৃণমুল নেতা-কর্মীদের নিয়ে এক বৈঠক ডাকা হয়েছে। ওই দিন সমঝোতার মাধ্যমে প্রার্থী চুড়ান্ত করা না গেলে তৃণমুল নেতা-কর্মীদের ভোটাভুটির মাধ্যমে প্রার্থী চুড়ান্ত করা হবে।
উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদার জানান, দলের জেলা সভাপতি ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু দেশের বাইরে থাকার কারনে একটু বিলম্বিত হচ্ছে। দেশে ফিরলেই তার উপস্থিতিতে দুই একদিনের মধ্যেই তৃনমুলের মতামতের ভিত্তিতে প্রার্থী চুড়ান্ত করা হবে।
এই দুই দলের প্রার্থীতা চুড়ান্ত না হলেও সম্ভাব্য প্রার্থীরা জোরে সরেই প্রচারনা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীতা তালিকায় রয়েছেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অধ্যাপক এসএম ফিরোজ, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, খাজুরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক সোহরাব হোসেন। অপরদিকে বিএনপির থানা সিনিয়র সহ-সভাপতি ও ব্রক্ষপুর ইউপি চেয়ারম্যান সরদার আফজাল হোসেন, সাবেক সাধারন সম্পাদক ও নলডাঙ্গা পৌর সভার সাবেক প্রশাসক আব্দুল হাফিজ ও বর্তমান সাধারন সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। অন্যদিকে জামায়াত ইসলামী থেকে অধ্যাপক আনিছুর রহমানের নাম শোনা যাচ্ছে।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জাহান জানান, এ সংক্রান্ত কোন চিঠি এখনও তিনি পাননি। তবে লোকমুখে শুনেছেন। নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত চিঠি হাতে পাওয়ার পর সুষ্ঠ ভাবে সকল কাজ সম্পন্ন করা হবে। এজন্য উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।
(এমআর/এএস/মে ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test