E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গোপসাগরে চলছে অবাধ হাঙ্গর শিকার

২০১৫ ফেব্রুয়ারি ২৬ ১৯:১৫:৫৯
বঙ্গোপসাগরে চলছে অবাধ হাঙ্গর শিকার

বরিশাল প্রতিনিধি : দেশে হাঙ্গর শিকারের বিরুদ্ধে কোন আইন না থাকায় বঙ্গোপসাগরে জেলেরা এখন হাঙ্গর ধরতে ব্যস্ত হয়ে পরেছে। বর্তমানে জাল পেতে শিকারীরা দেদারচে ছোট বড় হাঙ্গর ধরার মহা উৎসবে মেতে উঠেছে। গত এক সপ্তাহ ধরে কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্র থেকে জেলেরা শিকার করছে এসব হাঙ্গর। স্থানীয় বাজারে হাঙ্গরের চাহিদা না থাকায় শিকারী জেলেরা শুটকি ব্যবসায়ীদের কাছে অতি স্বল্প দামে তা বিক্রি করতে বাধ্য হচ্ছে। শিকার করা হাঙ্গরগুলো অন্যান্য মাছের সাথে শুটকি প্রক্রিয়াজাত করে বিক্রির জন্য মজুদ করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর সাগর বক্ষে জেলেরা অন্য মাছ শিকারের পরিবর্তে এখন শুধু হাঙ্গর শিকারের মহোৎসবে নেমেছে। তারা প্রতিদিন ছোট বড় বিভিন্ন সাইজের হাঙ্গর শিকার করছে। প্রতিটি মাছ ধরা ট্রলারেই কমবেশী হাঙ্গর ধরা পরছে। প্রতিদিনই সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্তশুটকি পল্লীতে চলছে হাঙ্গর বেচাকেনা। শুটকি ব্যাবসায়ী মো. ইউসুফ মিয়া জানান, তিনি ৭০ হাজার টাকায় ১৬ টি হাঙ্গর কিনেছেন। স্থানীয় বাজরে এ মাছ গুলোর চাহিদা না থাকায় শুটকি প্রক্রিয়াজাত করে বিক্রি করবেন বলে তিনি জানিয়েছেন।

গভীর সমুদ্র থেকে মাছ শিকার করে আসা একটি ট্রলারের জেলে মো. সোলায়মান মিয়া বলেন, সাগরে এখন তেমন কোন মাছ পরছে না। এখন তাদের জালে হাঙ্গর ধরা পড়ছে। তবে বেশীর ভাগ জেলেরা সাগর থেকেই মাছ ক্রয় করে কক্সবাজার ও চট্টগ্রামে নিয়ে যায়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.কামরুল ই্সলাম জানান, হাঙ্গর শিকার বন্ধে দেশে কোন আইন না থাকায় তারা আইনগত কোন পদক্ষেপ নিতে পারছেননা। তবে জরুরী ভিত্তিতে তিনি হা্গংর শিকারের বিরুদ্ধে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। নয়তো বৈষ্ণিক বিরুপ আবহাওয়া এবং অনবরত শিকারের ফলে এই প্রাণীটি অচিরেই বিলুপ্ত হবে।

(টিবি/পি/ফেব্রুয়ারি ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test