E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেবীদ্বারে এক গৃহবধূর লাথির আঘাতে অপর এক গৃহবধূর মৃত্যু

২০১৫ ফেব্রুয়ারি ২৭ ১৮:২৭:৪৯
দেবীদ্বারে এক গৃহবধূর লাথির আঘাতে অপর এক গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার দেবীদ্বারে ছাগলের শিম গাছ খাওয়া নিয়ে দু’পরিবারের বিরোধের জের ধরে ছাগলের মালিক শ্যামলা বিবি(৪৫)’র লাথির আঘাতে শিম গাছের মালিক জাহানারা বেগম(৫০) নামে এক গৃহবধূ তলপেটে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ঘটনার পর ঘাতক শ্যামলা বিবি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে। 

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১১টায় দেবীদ্বার পৌর এলাকার পোনরা মেলা সংলগ্ন বারেরা গ্রামের মজিব পেষ্কারের বাড়ির ভাড়াটিয়া রিক্সা চালক শাহজানের স্ত্রী জাহানারা বেগম(৪৫)’র শিম গাছ খেয়ে ফেলে একই গ্রামের পাশ্ববর্তী বাড়ির দিনমজুর বজলু মিয়ার স্ত্রী শ্যামলা বিবি(৪৫)’র ছাগল। এনিয়ে দু’গৃহবধূ শ্যামলা ও জাহানারার মধ্যে চলে বাগযুদ্ধ, গাল-মন্দ, একপর্যায়ে হাতা-হাতি, চুল টানাটানি, এসময় শ্যামলা বিবি জাহানারা বেগমকে লাথি মারলে, জাহানারা বেগমের তল পেটে আঘাত লাগলে ঘটনাস্থলেই সে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত গৃহবধূ জাহানারা গেমের স্বামীর বাড়ি পোনরা গ্রামে হলেও ভিটেমাটি বিক্রি করে নিঃস্ব হওয়ায় পোনরা মেলা সংলগ্ন বারেরা গ্রামে মজিব পেষ্কারের বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছিল।


সংবাদ পেয়ে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) জাকির হোসেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। অপর দিকে ঘাতক শ্যামলা বিবি পালিয়ে যাওয়ার সময় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা সড়কের ভিড়াল্লা বাস ষ্ট্যান্ড থেকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।


দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মিজানুর রহমান জানান, ছাগল কর্তৃক ছইগাছ খাওয়া নিয়ে বিরোধের জের ধরে দু’গৃহবধূর ঝগড়ার এক পর্যায়ে ছাগলের মালিক শ্যামলা বিবির লাথির আঘাতে ছইগাছের মালিক জাহানারা বেগমের মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, ঘাতক আটক ওই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধিন রয়েছে।

(এইচকেজে/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test