E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে পিকআপে পেট্রোল বোমা, নিহত ১, দগ্ধ ৫

২০১৫ ফেব্রুয়ারি ২৮ ১০:০১:৫৪
নারায়ণগঞ্জে পিকআপে পেট্রোল বোমা, নিহত ১, দগ্ধ ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার যাত্রামুড়া ব্রিজের মোড়ে একটি চলন্ত পিকআপে হরতাল-অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় একজন নিহত ও ৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পিআকাপ থেকে লাফিয়ে নামতে গিয়ে গুরুতর আহত মো. কবির শেখ (৪০) নামে এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত সাড়ে ৪টার দিকে মারা যান।

নিহত মো. কবির শেখের সমন্ধী কামরুজ্জামান জানান, তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। ঢামেকে তাকে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়েছে। তার লাশ গ্রামের বাড়ি বিক্রমপুরে নিয়ে যাওয়া হবে।

তিনি চিকিৎসা অবহেলার অভিযোগ করে বলেন, হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার চিকিৎসায় বিলম্ব করেন। এতে তার মাথার রক্তক্ষরণ আরও বাড়ে।

এ ঘটনায় দগ্ধ পাঁচজন হলেন, রাশেদ (২৭), তার ১২ শতাংশ বার্ন। মো. হেলাল (২৭), তার ৩০ শতাংশ বার্ন। আবদুস সালাম (২৮), তার বাম পা পুরো ঝলসে গেছে। বেলাল হোসেন (২৬), তার দুই হাতসহ মুখমণ্ডল ঝলসে গেছে এবং সোহেল (২৫), তার বাম হাত দগ্ধ হয়েছে।

জানা যায়, মাহিন আয়রনের ক্রয় করা ভাঙারি মালামাল নিয়ে ১৪ জন শ্রমিকসহ ওই পিকআপটি ঢাকার ধোলাইপাড় জালালাবাদ আয়রন মার্কেটে যাচ্ছিল। পিআকাপ নম্বর ঢাকা মেট্রো-ঢ ১৪-২১৭১। যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

পিকআপ চালক রুবেল মিয়া জানান, রাত সোয়া ১০টার দিকে যাত্রামুড়া থেকে শিল্প কারখানার মেশিনারিজ মালপত্র নিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। ১০ থেকে ১২ জনের একটি গ্রুপ গাড়িতে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে।

তিনি বলেন, এ সময় পিকআপের মালে আগুন ধরে যায়। মালের সঙ্গে থাকা ওই ৫ জন গুরুতর দগ্ধ হন। পরে তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন আগুন নেভায় এবং ওই ৫ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে।

তবে মালের ওপর ত্রিপল দেওয়া থাকায় আগুন পুরো পিকআপে ছড়ায়নি বলেও জানান চালক রুবেল মিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test