E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরের হাট-বাজারে বিক্রি হচ্ছে জাটকা

২০১৫ ফেব্রুয়ারি ২৮ ১৬:৪২:৫৬
মাদারীপুরের হাট-বাজারে বিক্রি হচ্ছে জাটকা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার হাট-বাজারগুলোতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা ইলিশ। মাছ ব্যবসায়ীরা নির্বিঘ্নে জাটকা বিক্রি করায় সরকারের জাটকা নিধন আইন বাস্তবায়ন হচ্ছে না বলে স্থানীয়রা অভিযোগ করেছে।
স্থানীয়, বাজার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিন মাদারীপুর শহরের পুরান বাজার, ইটেরপুল, চরমুগরিয়া, মস্তফাপুর, রাজৈর উপজেলার রাজৈর, টেকেরহাট, কবিরাজপুর, কদমবাড়ি, শ্রীনদী, শিবচর উপজেলার পাচ্চর, উৎরাইল, কাওড়াকান্দি, চান্দেরচর, নিলখী, কালকিনি উপজেলার ভূরঘাটা, গোপালপুর, ঝুরগাঁও, খাশেরহাট, সাহেবরামপুর, ডাসার, শশীকরসহ জেলার ছোট-বড় বিভিন্ন হাট-বাজারে ঝুঁড়ি-ঝুঁড়ি জাটকা ইলিশ বিক্রি হচ্ছে।
আড়ৎগুলোতে প্রতিদিন ভোর রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত অবাধে বিক্রি হচ্ছে জাটকা। সকাল-বিকাল মাদারীপুর শহরের প্রধান বাণিজ্য কেন্দ্র পুরান বাজার মাছের আড়তে প্রকাশ্যে জাটকা ইলিশ বিক্রি করতে দেখা যাচ্ছে।

অথচ মৎস্য বিভাগ বা প্রশাসনের এ ব্যাপারো কারো কোন হস্তক্ষেপ কিংবা ভ্রাম্যমান অভিযানের খবর পাওয়া যাইনি। ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা জেলার বিভিন্ন হাট-বাজারে এই জাটকা বিক্রি করছে।
খোজ নিয়ে আরো জানা গেছে, প্রতিদিন পাইকারি ব্যবসায়ীরা এসব জাটকা চাঁদপুর, শরীয়তপুর, বরিশাল, বরগুনাসহ বিভিন্ন জেলা থেকে ট্রলার, নসিমন, মিনিট্রাকে করে মাদারীপুর শহরে নিয়ে আসে। পাশাপাশি মাদারীপুরের আড়িয়াল খাঁ ও পদ্মা নদীতেও জাটকা ধরা হচ্ছে।
মাদারীপুর জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র মৎস্য কর্মকর্তা জিয়াউল হায়দার চৌধুরী বলেন, আমরা জাটকা বিক্রি বন্ধে বিভিন্ন ধরণের কর্মসূচি অব্যাহত রেখেছি। বিভিন্ন সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দোষীদের সাজা দিচ্ছি। তবে জনবল সংকটের কারণে সমস্যায় পড়তে হয়। শীঘ্রই আমরা জাটকা বিক্রি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব।
(এএ/পিবি/ফেব্রুয়ারি ২৮,২০১৫)


পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test